শব্দের বিলবোর্ডে মায়াবী মুখ

লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ৩০ মার্চ, ২০১৩, ০১:৪৩:৩২ রাত

ক্ষিপ্র চিতার হিংস্র থাবায় ক্ষত বিক্ষত ঘাই হরিণীর

মৃত্যু-চিৎকার শুনেছি আমি, দেখেছি অনন্য শিল্পীর

সৃষ্ট অনবদ্য শিল্পের শরীর ক্যামন ছিড়ে ফোঁড়ে খায়

নিসর্গ-শিল্পের আরেক ভিন্নমাত্রিক সৌন্দর্য মডেল ।

অথৈ জলরাশির সুনীল আধারে মুক্তো জমা ঝিনুক

সাহসী শিল্পের অদম্য ভঙিমায় অনুসন্ধানী জলের

গভীরে অন্তর্ভেদী দৃষ্টি ফেলে কীভাবে কুড়িয়ে নেয়

শৈল্পিক ডাকাত, দেখেছি সেই শিল্পিত লুন্ঠন প্রক্রিয়া

অতঃপর বেলাভূমিতে পড়ে থাকতে দেখেছি নিষ্প্রাণ

শিল্পের বিক্ষিপ্ত খোলসের মুখ ব্যাদান করা দৃশ্য।

ঝাঁকে ঝাঁকে ওড়ে আসা অতিথি পাখির ডানার শব্দে

শুনেছি শীতের আগমনী গান, অথচ তাদেরও দেখেছি

এই জনপদে নিষ্ঠুর তীরন্দাজীতে উর্ধ্বশ্বাসে প্রাণ দিতে

বিলের জলে বিলীন লালতুলির অপসৃয়মান আঁচড়কেও

অগ্রাহ্য করে এসেছি বৈশ্বিক শিল্পের বিস্তৃত প্রাঙ্গনে

পায়চারী করা অখ্যাত কবির অপ্রকাশিত কবিতার মত ।

কাঁটাতারের বন্ধু বিছানায় দেখেছি ফেলানীর নগ্নসুখ

নির্বাক বিশ্ববিবেক দেখে দেখে অভ্যস্ত এই আমি

তবু হতে চেয়েছি চপলা কিশোরীর আকাশস্পর্শী

চোখে মালালা জাইর মানবিক মায়াবি মুখ ।

বিষয়: সাহিত্য

১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File