অন্তহীন পথ চলা
লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ১৪ জুন, ২০১৩, ০২:০৮:২৭ রাত
গ্রীষ্মের কাঠফাটা রোদে বিপর্যস্ত মজলুম নগরী।
কলকারখানার গুমট শব্দে ভেসে আসছে
শ্রমজীবি গোঙানী,
রুক্ষ নগরীর উপর দিয়ে ওড়ে চলা
পাখিদের দেখে বিমর্ষ আমিও
যেন শতবর্ষী এক ক্লান্ত পথিক।
ইতিহাসের সাক্ষী আলী আমজাদের ঘড়ি
সম্মুখে বারোয়ারীদের গোসলের ঘাট
দূর্ভিক্ষ পীড়িত কঙ্কালের মতো
সুরমার দু’পাড়ে দু’ভিখেরী বাহু মেলে
কুঁজো হয়ে শুয়ে আছে
বিবর্ণ উত্তপ্ত কিংব্রিজ।
উপেক্ষিত ভিখারীদের পেছনে ফেলে
চলে এলাম শহরের শেষ প্রান্তে,
সামনেই আমার কাঙ্খিত স্টেশন।
যান্ত্রিক কাঠামোর পেটের ভেতর
ভরে নিলাম ঘামে-ভেজা ক্লান্ত দেহটিকে
অথচ কী বিস্ময়!এখনো ত্রিমাত্রিক ছবির মতো
স্মৃতিপটে স্পষ্ট ভেসে ওঠছে
সদ্য ফেলে আসা শহরের দেয়ালে সাটানো
জীবন্ত কিছু পোস্টার,
চেনা-অচেনা কিছু মুখ।আর
নিউরনের ক্যানভাসে
আনমনে আঁকা কিছু ছবি।
বাতাসের বুক চিরে ধাবমান গাড়ীর ভেতর
বিষন্ন মনে,কাচের জানালা খোলে
স্বপ্নহীন চোখে দিগন্তের পানে আমার
এ যেন কেবলি চেয়ে থাকা………………..
বুঝতে-না-বুঝতেই কি এক মায়াবী
আবেশ জড়ালো আমাকে।
নৈসর্গীক আঙিনায় সনিয়মে বেড়ে ওঠা বৃক্ষেরা
পত্র-পল্লবের লাজুক ঘোমটা খোলে
নান্দনিক ভঙ্গিমায় দোলছে।আর
রিম-ঝিম সুরেলা হিমেল হাওয়ার
কোমল পরশে বিমোহিত আমি
আবারও সজীব-প্রানবন্ত ক্লান্ত পথিক এক…………………
বিষয়: সাহিত্য
১৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন