নৈরাশ্যের উম
লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৭:৫২ রাত
বিচিত্রসব স্বপ্নপোড়া ব্যাস্ততম নাগরিক জীবন
ধোঁয়ার অন্ধকার চাদরে ঢেকে আছে
নির্মেঘ নীলাকাশ,
সভ্যতার রাসায়নিক মল গিলে খায় মুমূর্ষু বুড়িগঙ্গা
প্রযুক্তির আবেগহীন দংশনে ডুবে যায় পরিবেশবাদী ভেলা।
ঘাসের কোলজুড়ে ঘুমায়না সোনালী রাতের স্বপ্ন
দ্বাদশী চাঁদের মিষ্টি আলোর বৃষ্টিতে ভিজেনা আর
পাথরের ফ্রেমে বন্দি দূরন্ত শৈশব,
"বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ"কিংবা
"রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।"
বইয়ের বারান্দায় পুঁথিগত বিদ্যা
খুঁটে খায় তোতা পাখিরা।
প্রযুক্তির মনিটরে ভেসে ওঠে ইতিহাসের নবজাতক
গোল্লাছুট,হা-ডু-ডু আর কানামাছিরা......
পড়ন্ত বিকেলে ঘাসের গালিচায় মাথা রেখে
শুয়ে থাকে নিঃসঙ্গ ধূসর খেলার মাঠ
জিমনেসিয়ামে ছুটে চলে বোহেমিয়ান যুবকের দল।
মনবাউলের উন্মুক্ত পথ এখন শুধুই সাইবার মোড়ানো
ফেইসবুকে চুমু খায় অনর্থক চ্যাটিং আর
সভ্যতার নগ্ন অভিক্ষেপ,
পশ্চিমা ঝড়ো হাওয়া ছিড়ে নেয়
একতারা-দু'তারার তার
অবজ্ঞা আর অপমানের নির্মম কষাঘাতে রক্তাক্ত গোধূলি
নৈরাশ্যের চাদরে লজ্জায় ঢেকেছে মুখ বিধ্বস্ত বাউল।।
বিষয়: সাহিত্য
১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন