সূর্য্যের শীতনিদ্রা ও এ্যালিয়েনের কাছে আঁকুতি
লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ০১ জুন, ২০১৩, ০৯:৪৮:০৩ রাত
বিপন্ন পৃথিবীর বুকে পাঁচ হাজার ডিগ্রী সে. তাপমাত্রা
হিংস্র অগ্নুৎপাতের থাবায় বিবর্ণ গোলাপের শরীর
রোমানার চোখে আমৃত্যু সূর্য্য গ্রহণ,পুতুলের তলপেটে
রক্তের সুনামী।ইস্রাতিলের শিঙ্গায় বেগম রোকেয়ার ক্রন্দন।
দূর্নীতির লিফটে চড়ে বুর্জোয়া কুমির,উন্মাতাল হুরেরা
ছিপি খুলে আকাশে পেশাব করে অভিজাত শ্যাম্পেন
মাতাল বৃষ্টির নাগরিক বন্যায় ভিজে যায় সভ্যতার কোমর
ডাস্টবিনে হুমড়ি খায় বস্তিবাসী মানুষ আর ক্ষুধার্ত কুকুর
কায়েম করে সোমালিন স্টাইলে উত্তরাধুনিক কম্যুনিজম।
ভিন গ্রহের এ্যালিয়েনের কাছে যাকাত খুঁজে ভিক্ষুক মানবতা
সূর্য্যের শীতনিদ্রায় পৃথিবী ফিরছে এখন বরফ যুগে
ইয়াযিদের অনুজীব কারবালার পথ ছেড়ে চলো না
ফের আরাফার মাঠে মেতে ওঠি মহামানবিক আনন্দে
প্রাগৈতিহাসিক আদম আর হাওয়া।
বিপন্ন পৃথিবীর বুকে পাঁচ হাজার ডিগ্রী সে. তাপমাত্রা
হিংস্র অগ্নুৎপাতের থাবায় বিবর্ণ গোলাপের শরীর
রোমানার চোখে আমৃত্যু সূর্য্য গ্রহণ,পুতুলের তলপেটে
রক্তের সুনামী।ইস্রাতিলের শিঙ্গায় বেগম রোকেয়ার ক্রন্দন।
দূর্নীতির লিফটে চড়ে বুর্জোয়া কুমির,উন্মাতাল হুরেরা
ছিপি খুলে আকাশে পেশাব করে অভিজাত শ্যাম্পেন
মাতাল বৃষ্টির নাগরিক বন্যায় ভিজে যায় সভ্যতার কোমর
ডাস্টবিনে হুমড়ি খায় বস্তিবাসী মানুষ আর ক্ষুধার্ত কুকুর
কায়েম করে সোমালিন স্টাইলে উত্তরাধুনিক কম্যুনিজম।
ভিন গ্রহের এ্যালিয়েনের কাছে যাকাত খুঁজে ভিক্ষুক মানবতা
সূর্য্যের শীতনিদ্রায় পৃথিবী ফিরছে এখন বরফ যুগে
ইয়াযিদের অনুজীব কারবালার পথ ছেড়ে চলো না
ফের আরাফার মাঠে মেতে ওঠি মহামানবিক আনন্দে
প্রাগৈতিহাসিক আদম আর হাওয়া।
বিষয়: সাহিত্য
১৪০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন