সৃষ্টি
লিখেছেন লিখেছেন অয়ন খান ০৩ জুন, ২০১৪, ১২:৩৬:৩২ দুপুর
এটি একজন কবি, একটি খাতা এবং একটি কবিতার গল্প।
কবি ভদ্রলোকের একটি খাতা ছিল, যাতে তিনি কবিতা লিখতে ভালোবাসতেন।একদিন কিঞ্চিত ভাবোদয়ের পর তিনি একটি কবিতা লিখে ফেললেন, সেই খাতাটিতে। তারপর বসার ঘরে চলে গেলেন, যেখানে তার বন্ধুরা অপেক্ষা করছিল জমাট আড্ডা দেবার আশায়।
সমস্যাটি শুরু হল কবি খাতাটা খোলা রেখে চলে যাবার পর। কবিতাটি খাতার অন্য কবিতাগুলোর সাথে তর্ক জুড়ে দিল। সে বলছিল - আমি কবির মন থেকে বের হয়েছি, সুতরাং আমি কবির অংশ।
কয়েকটি পুরনো কবিতা তাকে বোঝানোর চেষ্টা করল - কবির শরীর রক্ত-মাংসে গড়া, অন্য কথায় কবি নামের লোকটি একটি বাস্তব স্বত্ত্বা । সেই লোকটির তুলনায় এ খাতার যেকোন কবিতা নিছক বিমূর্ত ধারণা মাত্র। মূর্তিমানের সাথে কি বিমূর্তের কোন তুলনা হয়?
শুধু আধুনিক ধাঁচে লেখা একটি কবিতা নিজের মূল্যবান মত প্রকাশ করল যে - কবি বলে কেউ নেই, কবিতার সৃষ্টি হয়েছে খাতা থেকে আপনা-আপনি, দৈবচয়ন পদ্ধতিতে।
এদিকে ড্রয়িংরুমে কবির বন্ধুরা তখন মেতে উঠেছে চরম বিতর্কে। আজকের বিষয় বস্তু ঈশ্বর । একদল বলছে, ঈশ্বর সৃষ্টির মাঝেই বিরাজ করেন। আরেকদল বলছে, আধুনিক পৃথিবীতে ঈশ্বর আসলে মৃত।
তুমুল জমে উঠেছে ড্রয়িংরুমের আড্ডাটা।
বিষয়: সাহিত্য
১৩৪২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিয়মিত চাই
মন্তব্য করতে লগইন করুন