দেয়াল
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২১ মার্চ, ২০১৮, ১০:২৪:২৬ রাত
আব্দুল মান্নান মুন্সী
_________________
সময়ের শেকলে বাঁধা
স্বপ্নের আত্মাহুতি দিচ্ছি
শুধুই আমি।
বুকের ভেতরটায় শুধু
শূণ্যতার হাহাকার
অদৃশ্য সম্পর্কের দেয়াল
টপকানো হলোনা।
ঝলসানো বসন্তের মোহ মায়ায়
অপারগতার মিনতি
নীরব অভিমানের মৌন সম্মতি
বিদায়ী স্বপ্নের ফিরে দেখা।
আমি সময়ের হাতধরে পরে থাকি
জীবনের বাঁকা পথে,
আমার জেগে ওঠা স্বপ্নের নীরব অবসান
আজ দৃষ্টির সীমায়।
পরে থাকি নিথর দেহাবশেষ নিয়ে
অজ্ঞাত ঠিকানায়,
তুমি বসন্ত সোহাগ গায়ে মাখো
পাঁজড় ভাঙ্গার শব্দে।
১৮/৩/২০১৮ইং
রিয়াদ।
বিষয়: সাহিত্য
৮৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন