সময় এসেছে
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২১ আগস্ট, ২০১৭, ০৫:৪১:২৪ সকাল
আল্লাহ্ র পথে জীবন যারা
করে গেলো কুরবান,
তারাই দ্বীনের বীর সেনানী
তারা-ই শহীদান।
চারিদিকে আজ জ্বলছে আগুন
লুটপাট অবিরাম,
ধর্ষন আজ খোলা ময়দানে
নেই জীবনের দাম।
আর নয় ঘরে লুকিয়ে থাকা
আর নয় পিছুটান,
সামনে আগাও বীর মুজাহিদ
জিহাদের আহ্বান।
জুলুমের আজ সীমা ছাড়িয়েছে
চলছে অবিচার,
মিথ্যার গীতি গেয়েছে তারা
অবিরত হুংকার।
দ্বীনের পতাকা এক হাতে লও
এক হাতে কোরআন,
বাতিল আজ করেছে আঘাত
নিয়েছে লক্ষ প্রান।
ক্ষমতার তরে বিলিন করেছে
অর্জিত স্বাধীনতা,
স্বাধীনতা যেনো সংসদে রক্ষীত
অসহায় কয়টি পাতা।
স্বামী হারিয়ে বোনটি কাঁদছে
নিস্তেজ নিষ্প্রান,
কত মা দিয়েছে বুকের মানিক
কতো বোন অপমান।
নাস্তিক আজ নাঁচিয়া গায়
করে ধর্মের অপমান,
তবু হুংকারে বেঈমান সব
করে মুর্তির গুনগান।
সময় এসেছে আঘাত হানবার
করতেই অবসান,
দেয়ালে এবার পিঠ ঠেকেছে
জাগো হে মুসলমান।
দ্রোহের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে
প্রতিশোধ নাও আজ,
ক্ষমতা কাড়িয়া নিক্ষেপ করো
বেঈমান মহারাজ।
১৮-৮-২০১৭ ইং
রিয়াদ
বিষয়: সাহিত্য
৮৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন