॥পৃথিবী বেঁচে থাকুক॥

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৫ জুলাই, ২০১৭, ০৪:১৪:৪৭ রাত



ধ্বংস স্তুপে দাড়িয়ে নির্মানের স্বপ্ন দেখি

পৃথিবীর বন্চিত মানুষদের সাথে নিয়ে

অসংখ্য় মানুষের স্বপ্ন একসাথে করে বানাবো

এক শান্তিময় স্বপ্নিল ভালোবাসার পৃথিবী

ধ্বংস স্তুপের নির্জনতা ভেঙ্গে সরব হবো

মুক্তির মিছিলে এক করবো পুরো পৃথিবী

ভেঙ্গে যাওয়া স্বপ্ন আবারো গজাবে নতুন উর্বরতায়

দিকে দিকে শান্তির শীতল সমীরন বহিবে

মানুষ বেড়িয়ে আসবে মুখোসের আড়াল ভেঁদে

মানবতার জয়গান হবে নব জাগরনে

ঘৃণার বিষ বৃক্ষ উজার হবে ধরনি থেকে

নতুন সূর্য্য়দয় দিকে দিকে আলো ছড়াবে

আলোকিত জনপদ গুলো জেগে উঠবে

সুন্দর পৃথিবীর বুক ভরা স্বপন নিয়ে

ভালোবাসা আর শান্তি যুগল বন্দী হবে

শান্তিময় পৃথিবী আবাদের দিপ্ত শপতে

ধ্বংস স্তুপই দাড়াবে কালের সাক্ষী হয়ে

জানান দিবে নব প্রজন্মরে ধ্বংস নয়

মানবিকতাই হোক শান্তির মাপকাঠি

পৃথিবী বেঁচে থাকুক সময়ের স্রোত বেয়ে

ন্য়ায় মানুষের হাত ধরে।

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File