সম্পর্ক...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৪ মে, ২০১৭, ০৫:০৪:৫২ সকাল
সম্পর্কের উপর যখন কষ্টেরা ভর করে-
তবে সম্পর্ক তিক্ত হয়,
সময়ের ঘর্ষণে সম্পর্ক ক্ষয়ে যায়- নীভু নীভু
প্রচেষ্টাও ব্য়ার্থ্য় হয়,
রক্তের রং ধূসর হয় বিবর্ণ রক্তে পচন ধরে
মনের জানালায় দৃশ্য়মান প্রাচির উঠে-দীর্ঘ্য় উচু
অনুতাপ অনুসূচনা ভাঙ্গতে পারেনা এ দেয়াল,
প্রিয় মুখগুলো দূরে সরে যায় অচিন কোন গাঁয়
সময় সাক্ষী হয় পাপ পূন্য়ের-
মানুষ চলে যায় কর্মের ভোঝা কাধে আপন ঠিকানায়,
ঘৃণার পদতলে ভালোবাসারা পিষে মরে নিরব যন্ত্রনায়,
সম্পর্ক মুখ লুকায় সম্পর্কের ভেড়াজালে-
মন মহাজন কষ্টই বয়ে বেড়ায়।
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন