আমল নাঁমা....
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৩ আগস্ট, ২০১৬, ০৯:৫৪:১৪ রাত
আবেগের বেগ কমে যাচ্ছে
সবাই উপরের দিকে দেখায়
তিনিই ফয়সালা করবেন
যেনো সব দায় তার !
দায়ভার এড়ানোর বাহানা
স্বার্থপর সব গন্ডার
সব গোল্লায় যাক নিজে বেঁচে থাক
যেনো হাজার বছরে স্বপ্নস্বাদ,
স্বার্থপররাই মজুলুমের জালিম
জালিমের পথ সুগমকারি
তাদের ধ্বিক ঘৃনাভরে
জাহান্নামের কিট্ সব,
মানবতার গলাচিপে ধরে
গুটিকয় মানবতার অভিসাপ
মজুলম মানবতা নিরবেই কাঁদে
উপর ওয়ালার ভরসায়,
গা বাঁচানো ঈমানদারের দেশে
ঈমানের পরশ পাথর ক্ষয়ে যায়
ঈমানের ফেড়িওয়ালার কাঁদে ঝুলি
ঈমানের নূর বয়ে বেড়ায়,
লেবাসে সুবাসে আল্লাওয়ালা
মেরে ভাইয়ু-তাকওয়ার ওয়াজ ফরমায়
ইকামতে দিনেই যত এলার্জি
চামে চিকনে এড়িয়ে যায় !
তারাই আল্লাহর বান্দা বাকী সব আন্ধা
ফাযায়েলের ফজিলত শেষ হয়না
তাকবীর ধ্বনি মুখে আহে না
বান্ধা আল্লাহরে আন্ধা বানায়
ফাযায়েলের গল্প সুনায়
জান্নাতী গন্ধে মাতাল হাওয়া
বান্দা পেয়ার মহাব্বত বাড়ায়
ইকামতের বিদ্রোহী হতে না চায়
কে চায় দুধ ভাত ছারি কষ্টের বাড়ী
কোরানের বাণী কোরানেই শোভা পায়
মদিনা সনদের মশকারিতে নিশ্চুপ জাতী
সময় যায় লিপিকায় লিখা হয়-আমল নামা
অবশেষে পাওয়া যাবে-যার যার পাওনা।
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাজার ব্যাবসা করছে ভন্ড পির বাবা।
মক্কা ছেড়ে কত মানুষ,
লাল শালুর ঐ আস্তানারে কয় কাবা।
নামাজ রোজার ধার ধারে না
ঘরের পাশের গরিব দুখি এতিমের খোজ নেয় না।
মন্তব্য করতে লগইন করুন