অর্থই সব সমস্যার সমাধান,

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০১ মার্চ, ২০১৬, ১২:২৯:৩৮ রাত



মায়ের কুলে জীবনের শুরু

বাবার হাতে ভর দিয়ে যাত্রা শুরু

অতপর একটু একটু করে বেড়ে উঠা

শিক্ষাঙ্গনে প্রবেশ আরেক ধাপ যাত্রা

মেধার জগতের ইদুর দৌড়,

প্রাইমারি শেষ হাইস্কুল টপকে-কলেজ ভার্সিটি

সব যায়গাতেই দৌড় প্রতিযোগীতা !

ক্লান্তি যেন প্রাপ্তির সামনে যাচ্ছেতাই

মন মগজে স্বপ্ন চুড়ার হাতচ্ছানি

দৌড়ের যেনো শেষ নেই,

আলোকিত জীবনের স্বপ্নে বিভোর

প্রাচুর্য্য হলোত ভালোবাসার মুচকি হাঁসি

আবারো নতুনের নব আগমন

দৌড়ের উপর দৌড়ের জন্ম-মোহমায়া,

জীবনান্তের ভাবনার কালো দাগ উঁকি মারে

অন্তরে বাহিরে তবু জীবনের জন্য ছুটে চলা

থেমে যাওয়ার নিশ্চয়তায় তোয়াক্কা নেই-

আরো চাইর প্রতিযোগীতায়,

বুকের বামপাশটায় আজকাল ব্যাথা করে

মনের ভেতর ক্ষানিক দ্বিধ্বা-অতপর মনোবল

অর্থই সব সমস্যার সমাধান,

দেশ কিংবা বিদেশ আই সি ইউ কিংবা সি সি ইউ

আই ডোন্ট কেয়ার কত আর বিল হবে-

সমস্যা নেই,

মালাকুল মওত দরোজায় নক করে

সে ডোন্ট কেয়ার-অর্থই মনোবল

এখানেও দৌড়ের প্ররিকল্পনা করে।

বিষয়: সাহিত্য

১২০১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360866
০১ মার্চ ২০১৬ রাত ১২:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : সত্যি অর্থই মনোবল। তবে খেয়াল রাখা উচিত তা যেন সৃষ্টিকর্তাকে ভুলিয়ে না দেয়
১৫ মার্চ ২০১৬ রাত ১০:১১
300493
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।Love Struck
360883
০১ মার্চ ২০১৬ সকাল ১০:৪৪
হতভাগা লিখেছেন : জন্মের সময়ও বের হতে টাকা লাগে আবার মরার পরও কবরে নিতে টাকা লাগে
১৫ মার্চ ২০১৬ রাত ১০:১১
300494
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।Happy Love Struck
360889
০১ মার্চ ২০১৬ সকাল ১১:৩০
আফরা লিখেছেন : অর্থ ছাড়া কিছুই হয় না , অর্থ থাকলে মনে সাহস ,বল বা মনে এক ধরনের সস্তি থাকে তাই বলে এটা না অর্থ সব সমস্যার সমাধান নয় ।

ধন্যবাদ
১৫ মার্চ ২০১৬ রাত ১০:১২
300495
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই।Love Struck Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File