সময় প্রতিশোধ নিচ্ছে...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৮:৪১ দুপুর



সময় আজ এক ঘোর কূয়াশায় পতিত-

দৃষ্টি বেশি দূর এগোয়না সব কিছু ঝাপশা !

কাছের মানুষ গুলোকেও চিনতে কষ্ট হচ্ছে-

যা ভাবনার অন্তরালেই ছিলো,

কূয়াশাচ্ছন্ন পথ আগানোর তাগিদ্ তাড়া করছে-

এখনে বেশি দূর থাকা অসম্ভব,

জীবন বোধে অর্বাচিনরাও আজ সরব-

উপদেশ চ্যালেঞ্জ হয়ে বের হচ্ছে !

ক্ষমতার দম্ভ তাকে দৃষ্টতায় উদবোদ্যে করছে

দাম্ভিকতার প্রদর্শন দৃষ্টি নন্দন...,

সীমানা দেয়াল এক ধাক্কায় চুড়মার-

সময় বেঁধে দিচ্ছে চোখ রাঙ্গিয়ে,

আমি হিতাহিত জ্ঞ্যান শূণ্য-কোথায় আমার পূণ্য ?

আজ ব্যার্থতার কাঠগড়ায় ঠায় দাড়িয়ে,

আমার পাপ আজ আমারই পূণ্য !

সাজা অহরহ লোকালয়ে বেপরোয়া-

আমি ক্ষতবিক্ষত দেহ দেহান্তরে,

বিস্ময় চোখে মুখে ভাষাহীন আর্তনাদ-

কিংকর্তব্যভিমূঢ়-কি করি কি করি,

পালাবার পথও আজ বড় দূর্বেদ্য

সময় তার প্রতিশোধ নিচ্ছে,

দীর্ঘ্যশ্বাস দীর্ঘতর হচ্ছে-

বুকের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে।

বিষয়: সাহিত্য

১১৯৪ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340313
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার কবিতার জন্য ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৫৬
281722
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : চমৎকার মন্তব্যের জন্য গুণি ফাতেমাপুকে আন্তরিক ধন্যবাদ...Love Struck Love Struck Love Struck
340468
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৬
আফরা লিখেছেন : বুকের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে,ছাড়-খার করে দিচ্ছে ।
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
282477
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মন খারাপ করা লেখা...সরি আফরা আমার লেখায় কষ্ট আর হতাশার দিকটাই মনে হয় বেশি উঠে আসে...আবারো সরি...আমার উপলব্দির সীমাবদ্ধতাই এর জন্য দায়ী...মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।Love Struck
340513
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আগুন জ্বরা কবিতা, খুবই ভালো লাগলো। অল্প কথায় কয়েকটি বিষয়.যা সবাই পারেনা। ধন্যবাদ।
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৬
282478
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ভূয়সী প্রশংসায় আমি লজ্জিত...! নুর আয়শা...অসাধারন এক দুর্দান্ত্য প্রতাপি ব্লগার...তার থেকে প্রশংসা পাওয়া আমার সৌভাগ্যই বটে...আপনাকে আন্তরিক ধন্যবাদ আপু।Love Struck
341081
১১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আমি কবিতা খুব একটা বুঝিনা বেশ জটিল একটা সাবজেক্ট তবে আপনার লেখার হাত মাশআল্লাহ খুব ভালো ছ্বন্দগুলো নান্দনিক খুব সুন্দর.
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫১
282631
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমার এই লেখাগুলি যে কবিতা তাই মনে করিনা আপনি বললেন তাই ভাবনায় পড়ে গেলাম এগুলানকি আসলেই কবিতা...!আন্তরিক ধন্যবাদ হে প্রিয় ভাই...Happy Love Struck
341285
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : কোথাও আজ পালাবার পথ নেই।
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
282709
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সব্বাই সবখানে কেমনজানি আটকে আছি...অস্বস্থি তাড়াকরে বেড়াচ্ছে প্রতিনীয়ত...,ধন্যবাদ প্যারিস ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File