সময় প্রতিশোধ নিচ্ছে...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৮:৪১ দুপুর
সময় আজ এক ঘোর কূয়াশায় পতিত-
দৃষ্টি বেশি দূর এগোয়না সব কিছু ঝাপশা !
কাছের মানুষ গুলোকেও চিনতে কষ্ট হচ্ছে-
যা ভাবনার অন্তরালেই ছিলো,
কূয়াশাচ্ছন্ন পথ আগানোর তাগিদ্ তাড়া করছে-
এখনে বেশি দূর থাকা অসম্ভব,
জীবন বোধে অর্বাচিনরাও আজ সরব-
উপদেশ চ্যালেঞ্জ হয়ে বের হচ্ছে !
ক্ষমতার দম্ভ তাকে দৃষ্টতায় উদবোদ্যে করছে
দাম্ভিকতার প্রদর্শন দৃষ্টি নন্দন...,
সীমানা দেয়াল এক ধাক্কায় চুড়মার-
সময় বেঁধে দিচ্ছে চোখ রাঙ্গিয়ে,
আমি হিতাহিত জ্ঞ্যান শূণ্য-কোথায় আমার পূণ্য ?
আজ ব্যার্থতার কাঠগড়ায় ঠায় দাড়িয়ে,
আমার পাপ আজ আমারই পূণ্য !
সাজা অহরহ লোকালয়ে বেপরোয়া-
আমি ক্ষতবিক্ষত দেহ দেহান্তরে,
বিস্ময় চোখে মুখে ভাষাহীন আর্তনাদ-
কিংকর্তব্যভিমূঢ়-কি করি কি করি,
পালাবার পথও আজ বড় দূর্বেদ্য
সময় তার প্রতিশোধ নিচ্ছে,
দীর্ঘ্যশ্বাস দীর্ঘতর হচ্ছে-
বুকের ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে।
বিষয়: সাহিত্য
১১৯৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন