বিপদ যত সরল পথে...! **********************
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ৩০ জুলাই, ২০১৫, ০৮:০৪:৪৭ রাত
সময়টা আজ বড় অসময়ে চলছে
বাস্তবতার চপেটাঘাত সত্য কথাই বলছে,
এমন হলে যেমন হয় তাই হচ্ছে
কুড়ে কুড়ে ভেতর বাহির অবিরত খাচ্ছে,
জ্বলছি জ্বলবো আরো কিছু বাকী
জীবনটা কুষপুত্বলিকা-বাস্তবতায় ফাঁকি,
যন্ত্রনায় কাতর দেহমন-নিরাময় দূরাশা
মনের ভেতর মরন ব্যাধি-মুক্তি ধূয়াশা,
চলছি ভাবি সরল পথ-মোড়ে মোড়ে ধোকা
আসলেতা মরিচিকা ভিতর বাহির ফাকা,
ভাবি বড় বুদ্ধিমান বাস্তবতায় বোকা
গায় গতরে বড় ষঢ় কাজে কর্মে খোকা,
মোড়ে মোড়ে হুচট্ খাই-সব হাতেই কষ্ট পাই
হাসি হাসি সুন্দর মুখ-মানবতার বালাই নাই,
যেমন তেমন করেই হোক-স্বার্থটা উদ্ধার চাই
হালাল হারাম কথার কথা-ওই সবে চিন্তা নাই,
বিপদ যত সরল পথে-চলবো একা সাধ্য নাই।
বিষয়: সাহিত্য
৯৪৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন