সীমা লঙ্গনের পাগলা ঘোড়া... -
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৫ জুন, ২০১৫, ১১:৩৬:০৩ সকাল
কে খেলে খেলা আর কে খায় ঠেলা
মেলা বসাই মহান মশাই দেখছেন চুপি চুপি
সময় শেষে ধরবেন টুটি চাপি,
তখন তব প্রতিশোধের আগুন জাবে নিভি
জ্বলবে জাহান্নামের কালো অনল
অভিসাপের দহনে দহিবি অনন্তকাল,
মানুষ হত্যায় আজ মহানন্দ চোখে মুখে!
এ আনন্দ রহিবেনগো বেশিকাল,
সময় এলোবুঝি কাল বৈশেখি রুপে-
রমনার বটমূল উপড়াতে,
উড়িয়ে দিতে তব অহমিকায় গড়া-
বিত্বিহীন তাসের ঘর,
মজলুম প্রানগুলো তখন নিরবতায় দেখিবে-
যে খেলা খেলিবে উপর ওয়ালা,
অনল দহির অর্তনাদে মাবুদ মাওলার আরশ কাঁদে..
আরশের মালিক নিরবেই দেখে সব ,
নিবেন হিসেব কষে কষে প্রিয়বান্দার লাগি
ধ্বংস তোমায় নিবে বুকে অনলে দহিবার লাগি,
হে অভিসপ্ত হে সীমালঙ্গনের অদম পাপ...
অভিসাপের অনল বর্ষন চেয়ে দেখো-
উপলব্দির ভেতর থেকে একটু ভাবো...,
তোমার অতীত আজ করুন ইতিহাস !
তুমি বর্তমানের শুকনো পাতা -
কোন এক মূহ্বর্তে পিষে যাবে সময়ের পদতলে,
মর্মর শব্দে অস্তিত্ব্য বিলিন হবে
সঙ্গিহীন থাকিবে সঙ্গোপনে কিছুকাল,
সময় কাল হবে গিলে খেতে-
বদহজমে উগড়ে দিবে,
জাহান্নামের অতল গহীনে নিক্ষেপিত হবে-
অনন্তের তরে,
দোহাই ফেরাউনের উদহারন হইওনা-
শেষ বেলার অনুতাপ কখনো কাজে আসেনা,
সাদ্দাদ নমরুদের অহংকার ধূলোয় মিশে গিয়েছে
তুমি জানো তাই বিনিতো অনুরুদ হে অবোধ,
ফিরে এসো ফিরে এসো তাওহিদের ছায়াতলে
যেথা মজুলম ফিরে পায় হারানো সব,
ফিরে এসো তওবার হাতধরে-
বেশি দূর যেতে পারেনা-
সীমা লঙ্গনের পাগলা ঘোড়া।
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি জানো তাই বিনিতো অনুরুদ হে অবোধ,
ফিরে এসো ফিরে এসো তাওহিদের ছায়াতলে
যেথা মজুলম ফিরে পায় হারানো সব,
ফিরে এসো তওবার হাতধরে-
বেশি দূর যেতে পারেনা-
সীমা লঙ্গনের পাগলা ঘোড়া।
অসাধারণ লাগলো। লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন