সত্যের উপর মিথ্যার বাহাদুরি...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৩ মে, ২০১৫, ০২:০৫:৩৭ দুপুর

সত্যের উপর মিথ্যো করে বড়ই বাহাদুরি

খুব সাহসি এবার মোদের বদ্ কুটনি বুড়ি,

দিনে চুরি রাতে চুরি সব খামারেই পুকুর চুরি

তবু চোরা খায়না ধরা মারে শুধুই ঝারি,

যখন খুশি যেমন খুশি করে ধ্বান্দার খেলা

গিনিপিক মানুষ গুলো খাচ্ছে শুধু ঠেলা,

যাদুর কাঠির ভেলকি বাঁজি অহরহ চলে

সব সুবিধা নিজের করে সত্যই নাকি বলে,

পাপ বুঝেনা পুন্যবানে-সব প্রশংসা তাহার শানে

উচ্চ্যস্বরে কইলে কথা -লাগে ব্যাথা তাহার মনে,

ঝুট জামেলা আর রাখেনা তিলিসমাতি খেলা

তবু চুপটি থাকে সবাই নইলে খাবে ডলা,

কথা বললেই হঠাৎ গায়েব আর যাবেনা পাওয়া

জলজ্যান্ত মানুষ হয়েও-হয়ে যাবে হাওয়া !

আহাজারি করলে পরে জীবন হবে সাড়া

ক্রস ফায়ারে জ্বলবে স্বজন-হবে না আর ফেরা,

গণতন্ত্রের মন্ত্রবলে-জুলুম চলছে বলে কয়ে

আর কিছুকাল চললে এমন - যাবে নাকি সয়ে !

স্বাধীন দেশের মানুষ গুলো স্বাধীনতার লাগি

আর কতকাল আপন ঘরে থাকবে হয়ে বাগি...?

বিষয়: সাহিত্য

১২৬২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319776
১৩ মে ২০১৫ দুপুর ০২:৩৫
আফরা লিখেছেন : কেন ভাইয়া একজনের তো খবর পাওয়া গিয়েছে আস্তে আস্তে সবার খবর পাওয়া যাবে -----মনে হচ্ছে ।
১৩ মে ২০১৫ রাত ০৮:৫১
260930
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : তাই যেন হয়...বাট খেলাটা কে খেলল তা জানবে নেকষ্টে....ধন্যবাদ আফরাকে।
319804
১৩ মে ২০১৫ বিকাল ০৪:১২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু হে শ্রদ্ধেয় ভাইয়া! আল্লাহ ভালো জানেন কি আছে পরিশেষে? তিনিই আমাদের একমাত্র সহায়!
১৩ মে ২০১৫ রাত ০৮:৫৩
260931
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ওয়ালাইকুম সালাম....আল্লাহ যাদের সহায় তারাইতো সফল হবেরে বোন তারাই সফল হবে...সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ বোনHappy
320217
১৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
প্রবাসী মজুমদার লিখেছেন : কবি হে। কবিকে কবিতাতেই মানায়। কবিতার মাঝে জন্ম নেয়া কবিতার আত্মপ্রকাশ বড়ই চমত্কার। কবিরা সবার অধিকার নিয়ে কবিতার ভাষায় বিদ্রোহ করে বলে এরা বিদ্রোহী। ধন্যবাদ।

অনিয়মগুলো আজ হ্রদয়ংগ করতে যেন ব্যথ হই বার বার। হাজারো অনিয়মের স্বাক্ষী এ প্রতিবাদী হৃদয়ে যেন নিজেই কোন নিয়মের অধীনে বন্দী। তাই আগের মত আজ আর কবিতা লিখা হয়না। ধন্যবাদ।
২৩ মে ২০১৫ সকাল ১১:১৪
263076
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনাকে মিসকরি বিষণ আপনার কবিতা....তার কথা বলার আপেক্ষা রাখেনা আপনার কবিতা আমার বিদ্রোহীতায় ঘিঁ ঢালে....স্বাগতম হে প্রিঁয়বর।
320234
১৫ মে ২০১৫ রাত ০৯:৫০
আবু জারীর লিখেছেন : চোরের দশ দিন আর গৃহস্তের একদিন। চোরের মনে হয় আরও কিছু সময় আছে। তবে আখেরে তাদের ধরা খেতেই হবে।
ধন্যবাদ।
২৩ মে ২০১৫ সকাল ১১:১৭
263077
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আবু জারীর ভাই বহুমুখি প্রতিভার অধিকারি একজন মানুষ যা লিখলে অনেক দীর্ঘ্য লিষ্ট হবে...এই গুণী মানুষটির মন্তব্য বিষণ মিসকরি,ভালো থাকেন দোয়া করি....Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File