সত্যের উপর মিথ্যার বাহাদুরি...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৩ মে, ২০১৫, ০২:০৫:৩৭ দুপুর
সত্যের উপর মিথ্যো করে বড়ই বাহাদুরি
খুব সাহসি এবার মোদের বদ্ কুটনি বুড়ি,
দিনে চুরি রাতে চুরি সব খামারেই পুকুর চুরি
তবু চোরা খায়না ধরা মারে শুধুই ঝারি,
যখন খুশি যেমন খুশি করে ধ্বান্দার খেলা
গিনিপিক মানুষ গুলো খাচ্ছে শুধু ঠেলা,
যাদুর কাঠির ভেলকি বাঁজি অহরহ চলে
সব সুবিধা নিজের করে সত্যই নাকি বলে,
পাপ বুঝেনা পুন্যবানে-সব প্রশংসা তাহার শানে
উচ্চ্যস্বরে কইলে কথা -লাগে ব্যাথা তাহার মনে,
ঝুট জামেলা আর রাখেনা তিলিসমাতি খেলা
তবু চুপটি থাকে সবাই নইলে খাবে ডলা,
কথা বললেই হঠাৎ গায়েব আর যাবেনা পাওয়া
জলজ্যান্ত মানুষ হয়েও-হয়ে যাবে হাওয়া !
আহাজারি করলে পরে জীবন হবে সাড়া
ক্রস ফায়ারে জ্বলবে স্বজন-হবে না আর ফেরা,
গণতন্ত্রের মন্ত্রবলে-জুলুম চলছে বলে কয়ে
আর কিছুকাল চললে এমন - যাবে নাকি সয়ে !
স্বাধীন দেশের মানুষ গুলো স্বাধীনতার লাগি
আর কতকাল আপন ঘরে থাকবে হয়ে বাগি...?
বিষয়: সাহিত্য
১২৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনিয়মগুলো আজ হ্রদয়ংগ করতে যেন ব্যথ হই বার বার। হাজারো অনিয়মের স্বাক্ষী এ প্রতিবাদী হৃদয়ে যেন নিজেই কোন নিয়মের অধীনে বন্দী। তাই আগের মত আজ আর কবিতা লিখা হয়না। ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন