সীমালঙ্গনের সীমা-সীমাবদ্ধই থাকে চিরকাল...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৩ নভেম্বর, ২০১৪, ০৭:১১:১৪ সন্ধ্যা
শ্বাসরুদ্ধকর সময়ের যাত্রীরা নিরব !
পিছে ভয় নির্যাতনের সম্যক শিকারে
হয়তো আজই জীবনের ভয়ংকর রুপ দেখবে
কম্পিত হৃদয়ে পা ফেলে আগামীর আশে,
কেউতো আসবে মাসিহা হয়ে এই দুর্যোগে
জাতীর দিক দিশারী হয়ে খোলা ময়দানে
বুকের পাটা চওড়া করে রাজপথে দাড়াবে
জালিমের জুলুম রুখে দিতে পতাকা হাতে ,
যে পতাকার ছায়ায় ঝরো হবে পুরো দেশ
বিপ্লবী আন্দোলন দুল খাবে-কুটি হৃদয়ে
ঝড় তুলবে কাল বৈশাখিরুপে-উপড়ে দিবে
জালিমের মিথ্যে অহমিকা পাঠাবে দেশান্তরে,
যুগে যুগে মুক্তিকামিরা উপড়ে ফেলে-বাতিল স্বমূল
সময়ের আবর্তে তাগুতিরা নিক্ষিপ্ত হয় আস্তাকুড়ে
মুক্তিকামিরা মুক্তমনে বেঁচে থাকে দীপ্ত ঈমানে
সীমালঙ্গনের সীমা-সীমাবদ্ধই থাকে চিরকাল।
বিষয়: সাহিত্য
১০৬৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন