পাঁচ বছর নো টেনসনে...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৮ অক্টোবর, ২০১৪, ০৭:৩৭:৪১ সন্ধ্যা
দিন যায় দিন আসে
বছর কাটে বারো মাসে
পাঁচ বছর নো টেনসনে
বাকি পাচঁ পেরেশানে
মনে মনে জমে টানে
সে মানে-আর না মানে
মুখে মিথ্যে অহমিকা
বুকের ভেতর চামচিকা,,
রাত যায় রাত আসে
ঘুম বাবা আসে না
ডাইল খায় পানি খায়
আয় ঘুম-ঘুম আয়
মনে মনে বড় ডর
চামচারা স্বার্থপর
ছেরে ছুরে ভেগে যাবে
পরে আমায় ছিরে খাবে,,
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছবিটা দেখে পিলে চমকে গেলো।
ঢকঢক করে এক গ্লাস পানি খেলো
মন্তব্য করতে লগইন করুন