মহা প্রস্থানেও তুমি মধ্যে মণি...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৭ অক্টোবর, ২০১৪, ০৮:০২:৪৮ রাত
তোমার স্বপ্ন পূরণ হবে-কিছু সময় লাগবে মাত্র
তোমার প্রয়ান জ্বেলে গেছে আলোর স্বপ্ন শিখা
যার দ্বায়ভার নিয়েছে তারুণ্যের জোয়ার
যে বীজ বপণ করেছ লাখো হৃদয়ে-তা আজ অঙ্কুরিত
বেড়ে উঠছে অদম্য সাহসে-কল্যাণী আহ্বানে
যাদের অন্তর মাঝে তুমি বেঁচে রবে আমরন
তোমার স্বপ্নের দুহাত দীর্ঘ্যতর হবে-দীগন্ত্য ছুঁতে
রশিকতার চ্ছলে কলে কৌশলে দিয়েছ ভালোবাসা-
ভালোবাসায় ভালোবাসায় শিখিয়েছ প্রভুর ভাষা,
আজ তোমার শিখানো ভাষায়-প্রতিবাদের আগুন জ্বলে
দলে দলে তারুণ্যের জোয়ার আজ-তাওহীদের ছায়াতলে
তুমি কলে কৌশলে চলে গেলে উর্দ্ধোলোকে-নয়া গন্তব্যে
রেখে গেলে একদল কল্যাণী ঝড়ো হাওয়া
যারা উল্টে দিবে তাগুতের ধূলির প্রাসাদ
মিথ্যার বুকের উপর দাড়াবে-তাওহীদি পতাকা হাতে
হাতে রবে ন্যায়ের তলোয়ার-যেখানে শান্তির বসবাস
তুমি চলে গেছো তারুণ্যের হৃদয়ে জ্বেলে গেছো-
দ্বীনের প্রজ্বোলীত মশাল-যার আলোয় আলোকিত তারুণ্য,
যে তারুণ্যের রক্তে লেখা হচ্ছে আগমীর ইতিহাস
তুমি চলে গেছো-দিয়ে গেছো আগামীর সুপ্রভাত
সালাম হে মহাবীর-মহা প্রস্থানেও তুমি মধ্যে মণি
তোমার দৃঢ় প্রত্যয়-ভেঙ্গে চুড়মার করেছে তাগুতের দম্ভ্য
দিশেহারা জালিম আজ মজলুমের রোশানলে
শুধু সময়ের ক্ষানিক বাকি-ধূলোয় মিশে যাবে-
তারুণ্যে ত্বাকবির ধ্বনিতে জালিমের সিংহাসন,
এই মাঁনচিত্রে আবারো বেঁজে উঠবে-তাওহীদের জয়োগান
তোমার স্বপ্নরা দলে দলে বুকে ধরবে-মোহাম্মদী আদর্শ
যে স্বপ্নের বাহনে চরে তুমি আজ-জান্নাতের সবুজ পাখি
বিষয়: সাহিত্য
১২৪৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে আলোয় পথ খুঁজে পাবে হাজারো পথহারা মুমিন।
ভালোবাসা রেখে গেলাম।
তারুণ্যে ত্বাকবির ধ্বনিতে জালিমের সিংহাসন,
এই মাঁনচিত্রে আবারো বেঁজে উঠবে-তাওহীদের জয়োগান । ইনশা আল্লাহ !
ভাল হয়েছে ভাল লেগেছে ।ধন্যবাদ
দ্বীনের প্রজ্বোলীত মশাল-যার আলোয় আলোকিত তারুণ্য,
যে তারুণ্যের রক্তে লেখা হচ্ছে আগমীর ইতিহাস
তুমি চলে গেছো-দিয়ে গেছো আগামীর সুপ্রভাত
...কি নিদারুণ অনুভূতি। বিন্দুরু মাঝে সিন্দু। ধন্যবাদ হে কবি। একজন ক্ষণজম্না মানুষ এ জাতির মাঝে বিশাল এক সম্ভাবনা তৈরী করে েরখে গেছে। সত্যিই চমতকার। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন