সব ব্যাথাই সইতে পারি...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২০ অক্টোবর, ২০১৪, ১১:০৮:২৫ রাত
প্রায়ই নিজের সাথে ঝগড়া করি
নিজের গালেই নিজ হাতে-স্বজোড়ে জুতা মারি
আজকাল সইতে পারি তিব্র্য অপমান-
নির্লজ্যের মতো সুখে থাকতেও পারি,
মনের সাথে-বৃথাই শুধু ঝারি মারি
আমি সইতে পারি-সবই সইতে পারি,
কখনো জিন্দাবাদ কখনো নিন্দাবাদ
স্বাদরেই গ্রহন করি-গ্রহন করতে পারি
ভালোবাসার প্রতিদান-অবহেলায় বরণ করি
জীবনের সময় স্রোতে-বেয়ে যাই ভাঙ্গাতরী
হাজারো কষ্ট মনে-আনন্দে বইতে পারি
কষ্টের হাজার জ্বালা-নিরবে সইতে পারি
আজকাল হাঁসি মুখেই-সব ব্যাথা ভুলতে পারি
অল্পতে হাঁসতে পারি-অল্পতেই কেঁদে মরি
আমি সইতে পারি-সব ব্যাথাই সইতে পারি...
বিষয়: সাহিত্য
১১৯০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সে রহে
ধন্যবাদ
হে প্রিয়
কবি
অবহেলাই বরণ করি-
এই হয়তো নিয়তী,
অবেক সুখী হও সবাই-
খোদার কাছে মিনতি।
দুঃখ বেদনায় শান্তনাও তুমি।
হারানোর ব্যাথা যদি, ঘিরে ধরে আমাকে।
আল্লাহ...........।
তুমি তখন এসে, গভীর ভালোবেসে।
বুলিয়ে দিও ব্যাথার পাল্লা।
কবি ভাই কি করে আপনারে ভুলে যাই?
এতো কবিতা আর কথা পাই?
অল্পতে হাঁসতে পারি-অল্পতেই কেঁদে মরি
আমি সইতে পারি-সব ব্যাথাই সইতে পারি.
কবিহে, আপনার কবিতার আসরে এসে দেখি অনেক মানুষের ভীড়। সত্যিই ভাল লাগল।
মন্তব্য করতে লগইন করুন