নির্ঘুম নয়নে...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১২ অক্টোবর, ২০১৪, ০১:৩৬:৫১ দুপুর
১লা বৈশাখ দিয়েছিলো জীবন চলার ছন্দ
দিয়েছিলো হৃদয়ে খুশির জোয়ার
ভালোলাগার সোনালী আহ্বানে ডেকেছিলো
বুঝিয়েছিলো অনুভবের ভাষা
এভাবেই কেটে গেলো সুখের কিছু সময়,
হঠাৎ একদিন বেঁজে গেলো সাঁনাইয়ের সুর
যেনো হঠাৎই থেমে গেলো হাসি মুখ
নীয়তি নিথর করে দিলো-একটি তাজাপ্রান
আজো ১লা বৈশাখ আসে-তবে কালবৈশাখি হয়ে
আবারো হৃদয় নগরে ঝড় তুলে-সব ধ্বংসিতে
এই ধ্বংসাবশেষ থেকে জেগে উঠি-ফনিক্স পাখির মতো
আবারো স্বপ্ন সাজাই সূর্যাস্তের পথে হেটে
প্রতিক্ষার প্রহর গুণা তবু শেষ হয় না
আমি আজো জেগে থাকি-নির্ঘুম নয়নে
পূরো পৃথিবী যখন ঘুমায়...।
১০ অক্টোবর ২০০২-ইং
বিষয়: সাহিত্য
১২২৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছন্দ খেলার রেফারি,,
মন্তব্য করতে লগইন করুন