লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৩ অক্টোবর, ২০১৪, ১২:২৬:৪৬ রাত
সময়ের বিবর্তনে মানুষের পরিবর্তন,
কারনে অকারনে সম্পর্কে কর্তন,,
সন্ধেহের তীর বিষ মেখে ছুরে,
বুক নয় তীর-হৃদয়টাই ভেদ করে,,
হঠাৎ বুঝিনা-বুঝি খানিক পরে,
আমিতো মরিনা শুধু হৃদয়টাই মরে।
বিষয়: বিবিধ
১২৯৫ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাদেনা কাদেনা কাদেনা জাদু মনি। নাও ললিপপ খাও।
মন্তব্য করতে লগইন করুন