[i]বন্দি পাখি[/i]
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৫:৩৮ দুপুর
বুকের ভেতর বন্দি পাখি-
দিবানিশি যুদ্ধ করে,
উড়াল দেবে নীল আকাশে
পাখা মেলে উড়বে একা
হয়তো পাবে পথের দেখা
পথচলা তার-নিরুদ্দেশে,
সামনে ডাকে মরিচীকা
নতুন দিনের আহ্বানে,
জীবন বোধের অঘোর নেশায়
চলছে ছুটে দূর-দূরাশায়,
হয়তো জীবন দেবে ফাঁকি
ভালোবাসার পরশ মাখি-
জীবনটাকেই নেবে কেড়ে,
অবশেষে হইবে পতন-
পাতাল পুরির সবুজ ঘাসে,
প্রশান্তির তার হৃদয় জুড়ে
দেখা হলো ভুবন ঘুরে,
মরবে তো সে-মরুক না আজ
জীবন বোধের-ঘোর আবেশে।
বিষয়: সাহিত্য
১২১২ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগলো আপনার ছান্দসিক অনুভূতির পংক্তিমালা!!
ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো বন্ধু!
জাজাকাল্লাহু খাইর।
সামথিং হ্যাপেন্ড ইন মাই হার্ট
মাইরা বানাবো কাবাব
কারন ছাড়াই লেইটে জবাব এটা আমার স্বভাব
রাগ কইরোনা দোস্ত দাওয়াত দিয়া খাওয়াবো তোমায়,
একটা খাসি আস্ত....আমি মহা ব্যাস্ত.....
যেই দিন হবে দাওয়াত খাওয়া
কাবাব না পারলে খাওয়াবো কিছু হাওয়া
যা একদম ফ্রি পাওয়া...ও হাওয়া।
মন্তব্য করতে লগইন করুন