চেতনার চাঁপাবাজি...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩৮:৫৩ রাত
আজকাল ভেতরটায় বড় যন্ত্রনা অনুভব করি
ভেতরে বিদ্রোহের আগ্নেয়গিরি ফেটে পরবে বুঝি
চারিদিক জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিবে
আমার চারপাশের যোবাগুলো ক্ষেপে আছে
নজরুলের বিদ্রোহী আগুন বুকে নিয়ে
সবাই প্রস্তুত উলট পালট করে দিতে
কিন্তু কে ভাঙ্গে মেরুদন্ডহীনদের বেড়াজাল
সকাল সন্ধা প্রতিবাদের শান্তনা বাণী
গভীর রাতে হতাশার মদিরায় আন্দোলন ঘুমায়!
বিদ্রোহীরা জেগে থাকে-একটি নির্দেশের আপেক্ষায়,,
আমার কষ্টগুলো বলে বেড়াই বিদ্রোহীদের মাঝে
বুঝতে পারি বিদ্রোহ দানা বাধঁছে লোকালয়ে
কসাই মশাই দাঁ ধাড়ায়-কামাড় ছাড়ে হুংকার
কৃষক শ্রমীক চোখ রাঙ্গায়-সইবেনা আর বেশি
বিদ্রোহীরা দল বেধেঁছে এবার হবে স্বাধীন
স্বাধীনতার ভোঁয়া মালিক নেবেনা আর মানি
চেতনার চাঁপাবাজি চলবেনা আর ওঁপিতাজী
দেশটা এবার স্বাধীন হবে-স্বাধীনতার মানে
বিজয় নিশান উড়বে আবার-জাতীয়তার গানে।
বিষয়: সাহিত্য
১১৪৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ ওলট পালট করে দে লুটে পুটে খাই
মন্তব্য করতে লগইন করুন