দেশ গোল্লায় যায়...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ৩০ জুন, ২০১৪, ০১:২১:১০ দুপুর



বাংলাদেশে বাঙ্গালীর শাসন-

দিন দুপুরে রক্ত শোষন

বাঙ্গালী রক্তখায় দেশবাসী চুলকায়

আরামে আয়েশে থাকে বাঙ্গালি..

আন্দোলনের স্বপ্ন বুঁনে গোলশানে বারিধারায় !

স্বপ্ন দেখে গাঁয়ে চাঁদমাখে-মদিরা খায় !

বাঙ্গালি বিনা তালেই-

বাংলাদেশের ঢোঁল বাজায়..

প্রতিবাদের কাতুকুতু গোলশান বারিধারায় !

ঈমাম সাহেব মিমবরে দাড়ায়-চারদিকে তাকায়

কি বলিবে ভাবে শতবার-নইলে পরিবে পাছায় !

দাড়িওয়ালা দাঁড়ি লুকায়-

দেশে মুসলমান সব ঈমানদার নাই..

বাঙ্গালি শাসন করে-বাংলাদেশি জান বাঁচায়,

কবিরা প্রেমের কবিতা-বই মেলায় ছাপায়

ধন্য ধন্য জীবন-কবি মনোবল পায় !

কবি প্রেম খিচুড়ি-খাওয়াবে আগামী মেলায়

কবি প্রেমের শব্দে হাবুডুবু খায়-

দেশ গোল্লায় যায়।

বিষয়: সাহিত্য

৯৮৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

240271
৩০ জুন ২০১৪ দুপুর ০২:১০

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : কবি প্রেম খিচুড়ি-খাওয়াবে আগামী মেলায়
কবি প্রেমের শব্দে হাবুডুবু খায়-
দেশ গোল্লায় যায়

অনেক সুন্দর লিখেছেন।
240303
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:৪১
প্যারিস থেকে আমি লিখেছেন : দেশ গোল্লায় যায়.....।
240340
৩০ জুন ২০১৪ বিকাল ০৫:০২
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে Rose Rose
240458
০১ জুলাই ২০১৪ সকাল ০৫:৩৯
জোবাইর চৌধুরী লিখেছেন :
ঈমাম সাহেব মিমবরে দাড়ায়-চারদিকে তাকায়
কি বলিবে ভাবে শতবার-নইলে পরিবে পাছায় !

হা হা হা.........।
240743
০১ জুলাই ২০১৪ রাত ১০:৫০
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। গোল্লায় যায় কবিতার শব্দমালা দারুণ সাজিয়েছেন। অভিব্যক্তিগুলোও অনেক সুন্দর। ভাল লাগার কবিতা। ধন্যবাদ্

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File