হেমিলিয়নের বাঁশি...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৭ জুন, ২০১৪, ০৭:৪৫:৩২ সন্ধ্যা
আত্ম হননের পথে-
ধীরে ধীরে হাটছে..
মুখে হেমিলিয়নের বাঁশি-
পেছনে ইঁদুর মিছিল !
ডুববে সূর্যাস্তের হাত ধরে-
বাংলা সাগরের বুকে,
জাতি দেখবে-
ইতিহাসের মর্মান্তিক বাস্তব,
সে উত্তম কি অধম-
তা বিবেকের উপলব্ধি,
সে ডুববে-
বিভ্রান্ত একঝাঁক মেধা নিয়ে ?
মগজ ধোলাইয়ের কারখানায়-
পরিশোধন করেছে,
প্রতিবাদিরা উদভ্রান্তের মতো-
ক্যাম্পাসের বাহিরে ?
তৃতীয় পক্ষ মানচিত্র নিয়ে-
নীল নকশাঁ আঁকছে !
ঘোলা জলে-
মৎস্য শিকারের আশায়...।
বিষয়: সাহিত্য
১২৩৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিকে দিকে আজি বাজিছে দামামা
প্রাণ ভয়ে পালায় মুসলমান,
জনপদ রেখে ভবঘুরে বেড়ায়
বাঁচাতে মিছে নিজের প্রাণ।
বার্মা মিশর সিরিয়ায় দেখো
আফ্রিকায় কিংবা ফিলিস্তিন,
আগুনে বুলেটে জ্বলে পুড়ে ছাই
নিষ্ঠুর মানবতা যে হৃদয়হীন।
আর্তনাদ আর আহাজারিতে
জাগেনা মুসলিম জাগেনা প্রাণ,
শৃগালের পালে ভরা মুসলিম
নেই কোন লাজ নেই কোন মান।
মন্তব্য করতে লগইন করুন