গ্লিসারিনের কাঁন্না...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৬ জুন, ২০১৪, ০৮:১০:৪৫ রাত



বিভৎস চেহারায় এত্তো বিনোদন-

কেউ কোন দিন দেখেনি !

প্রতিশোধ স্পৃহা সফলতার দ্বার প্রান্তে,

বেদনা ভারাক্রান্ত হৃদয়ে ফুর্তির কাতুকুতু-

আফসোস শিক্ষিত শেয়াল গুলো বুঝতে পারেনা !

মনের ভেতর আত্মতুষ্টি বাবা সফল হচ্ছি,

চোখে গ্লিসারিনের কাঁন্না ঘরে প্রিয় রান্না-

গরুর আতুজুরি !

ক্ষমতার ম্যালেরিয়ারা ঝুট বেঁধেছে রক্ত খাবে,

জীবন বাজির পণ করেছে সর্বনাসিবে-

রক্তস্রোতে গাঁ ভাসাবে দিনে দুপুরে...

আজ বড় অসময় জনগণের-

হাত নড়েনা পা নড়েনা রক্তঝরে,

প্রতিশোধের স্টিম রোলার বুকের উপর

পিচাশ হাঁসে-পিত্ত্বি জ্বালানো অট্টহাসি

বুদ্ধির ফেরিওয়ালারা চিপায় চাপায়-

ফিশ্ ফিশ্ করে,

এখন বড়ই অসময় তাই বিবেক নিরব-

আবেক সরব নিরবে নিরবে....

আন্দোলিত মন ভেতরে ভেতরে কাঁদে

প্রশ্ন বিবেকের কাছে- তন কি প্রতিবন্দি ?

বিষয়: সাহিত্য

১১৮৮ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231476
০৬ জুন ২০১৪ রাত ০৮:২৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক ভালো লাগলো। তবে আমাদের বোধ হয় আর ঘুমানোর সময় নেই জেগে উঠতে হবে এখনি। কিন্তু আমাদের জাগতে জাগতে ওরা যে আমাদের সর্বনাশ করে দিচ্ছে। আমাদের বিবেক এখনো ঘুমায়।
০৭ জুন ২০১৪ রাত ০৯:০৩
178721
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ১ম হওয়ায় গোলাপের শুভেচ্ছা...Love Struck Love Struck Love Struck
231480
০৬ জুন ২০১৪ রাত ০৯:১৬
ছিঁচকে চোর লিখেছেন : ভালো লাগলো তাই অনেক অনেক ধন্যবাদ
০৭ জুন ২০১৪ রাত ০৯:০২
178720
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আন্তরিক ধন্যবাদ পড়ার জন্য।Love Struck Love Struck Love Struck
231495
০৬ জুন ২০১৪ রাত ০৯:৩৭
নূর আল আমিন লিখেছেন : বলো বীর
০৭ জুন ২০১৪ রাত ০৯:০১
178718
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : বলো উন্নত মমশীর....ধন্যবাদ নূর আল আমীন ভাই...আপনাকে স্বাগতম।
231524
০৬ জুন ২০১৪ রাত ১০:২৪
নিশা৩ লিখেছেন : আসুন আমরা জেগে উঠে নিজেদের সাধ্যমত প্রতিবাদ করি।
০৭ জুন ২০১৪ রাত ০৮:৫৯
178717
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : যারা জেগেছিলো তাহারা জেগেই আছে...আর যাহারা ক্ষমতার নীল ভুমরা তাহারা জেগে জেগে ভেগে বেড়ায়...বালুর ট্রাকই তাদের প্রতিবন্ধক<Don't Tell Anyone
231537
০৬ জুন ২০১৪ রাত ১০:৩৮
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
০৭ জুন ২০১৪ রাত ০৮:৫৭
178713
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ধন্যবাদ প্রিয় ভিশু..
231559
০৬ জুন ২০১৪ রাত ১১:২২
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রতিশোধ স্পৃহা সফলতার দ্বার প্রান্তে,
বেদনা ভারাক্রান্ত হৃদয়ে ফুর্তির কাতুকুতু-
আফসোস শিক্ষিত শেয়াল গুলো বুঝতে পারেনা !
মনের ভেতর আত্মতুষ্টি বাবা সফল হচ্ছি,
চোখে গ্লিসারিনের কাঁন্না ঘরে প্রিয় রান্না-
গরুর আতুজুরি !

এক বুক জ্বালা নিয়ে জেগে থাকা কবিতার কবি আব্দল মান্নান মুন্সীকে ধন্যবাদ। ভাল লাগল চেতনায় ভাস্বর বিবেকহীনদের ধিক্কার দেখে। ধন্যবাদ।
০৭ জুন ২০১৪ রাত ০৮:৫৫
178710
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ভাই মাঝে মধ্যে খবর টবর দেখে মনে হয় কি হচ্ছে কি হতে দিচ্ছে এই দেশের জনগণ....!!!
জনগণ এতোটা ব্যাস্ত নিজেকে নিয়ে...আর এই দিকে দেশের ১২*৩=...বাজাচ্ছে....
231560
০৬ জুন ২০১৪ রাত ১১:২৮
নীল জোছনা লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে
০৭ জুন ২০১৪ রাত ০৮:৫২
178707
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আন্তরিক ধন্যবাদ নীল জোছনাকে....Happy
231632
০৭ জুন ২০১৪ সকাল ০৭:১৯
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : ভাল লাগা জানালাম । আপনার শুভ কামনা করছি ।
০৭ জুন ২০১৪ রাত ০৮:৫১
178704
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : একজন বিখ্যাত ব্যাক্তি আমার ব্লগে....!!!আপনাকে স্বাগতম কবি....সাহেব আন্তরিক ধন্যবাদ।
232073
০৭ জুন ২০১৪ রাত ১০:১৮
পুস্পিতা লিখেছেন : অসময়ের ভিতরেই যে বিবেক জেগে উঠবে, কথা বলবে সে বিবেকই পারবে পরিবর্তন আনতে।
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
179166
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ঠিক বলেছেন ডাক্তার আপু...কিন্তু লেট হয়ে যাচ্ছে....
১০
232622
০৯ জুন ২০১৪ রাত ০১:৩৬
জোবাইর চৌধুরী লিখেছেন : ভালো লাগল, অনেক দুর এগিয়ে যান এই কামনায়।
০৯ জুন ২০১৪ দুপুর ০১:০২
179418
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কিভাবে আগাবো সামনে যে বালুর ট্রাক...দাঙ্গা পুলিশ সর্টগান হাতে...তিনারা বলে রাবার বুলেট কেমেরা দেখায় পিতলের...বলুন চৌধুরি সাহেব কিভাবে আগাবো... অনেক ধন্যবাদ স্বাগতমLove Struck আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File