গ্লিসারিনের কাঁন্না...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৬ জুন, ২০১৪, ০৮:১০:৪৫ রাত
বিভৎস চেহারায় এত্তো বিনোদন-
কেউ কোন দিন দেখেনি !
প্রতিশোধ স্পৃহা সফলতার দ্বার প্রান্তে,
বেদনা ভারাক্রান্ত হৃদয়ে ফুর্তির কাতুকুতু-
আফসোস শিক্ষিত শেয়াল গুলো বুঝতে পারেনা !
মনের ভেতর আত্মতুষ্টি বাবা সফল হচ্ছি,
চোখে গ্লিসারিনের কাঁন্না ঘরে প্রিয় রান্না-
গরুর আতুজুরি !
ক্ষমতার ম্যালেরিয়ারা ঝুট বেঁধেছে রক্ত খাবে,
জীবন বাজির পণ করেছে সর্বনাসিবে-
রক্তস্রোতে গাঁ ভাসাবে দিনে দুপুরে...
আজ বড় অসময় জনগণের-
হাত নড়েনা পা নড়েনা রক্তঝরে,
প্রতিশোধের স্টিম রোলার বুকের উপর
পিচাশ হাঁসে-পিত্ত্বি জ্বালানো অট্টহাসি
বুদ্ধির ফেরিওয়ালারা চিপায় চাপায়-
ফিশ্ ফিশ্ করে,
এখন বড়ই অসময় তাই বিবেক নিরব-
আবেক সরব নিরবে নিরবে....
আন্দোলিত মন ভেতরে ভেতরে কাঁদে
প্রশ্ন বিবেকের কাছে- তন কি প্রতিবন্দি ?
বিষয়: সাহিত্য
১১৮৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেদনা ভারাক্রান্ত হৃদয়ে ফুর্তির কাতুকুতু-
আফসোস শিক্ষিত শেয়াল গুলো বুঝতে পারেনা !
মনের ভেতর আত্মতুষ্টি বাবা সফল হচ্ছি,
চোখে গ্লিসারিনের কাঁন্না ঘরে প্রিয় রান্না-
গরুর আতুজুরি !
এক বুক জ্বালা নিয়ে জেগে থাকা কবিতার কবি আব্দল মান্নান মুন্সীকে ধন্যবাদ। ভাল লাগল চেতনায় ভাস্বর বিবেকহীনদের ধিক্কার দেখে। ধন্যবাদ।
জনগণ এতোটা ব্যাস্ত নিজেকে নিয়ে...আর এই দিকে দেশের ১২*৩=...বাজাচ্ছে....
মন্তব্য করতে লগইন করুন