ফ্ল্যাশব্যাক...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৪ জুন, ২০১৪, ১০:১৫:৪৭ রাত
যখন আকাশের বিশালতা দেখি
মনে হয় পুরোটাই আমার
মনচায় আকাশের মেঘমালা ছুঁয়ে দেখি
ঘুরে বেড়াই তাহার হাত ধরে,
ফুটে থাকা ফুলের খুশবো নেই
মনে হয় আমার জন্য রাখা
শিল্পির ক্যাঁনভাস দেখি মনে হয়
যেন আমার জন্যই আঁকা,
যতই দেখি সুন্দর পৃথিবি-মোহিত হই
মনে হয় কিছুই হয়নিকো দেখা
কখনো দেখি-আঁকা আকাবাকা-
আমারই ভাগ্যরেখা,
হতভাগ্য আমি-নিঃস্বঙ্গ পথচলা
জীবনের দিনগুলো-যেন গুণে গুণে পায়েদলা
জীবন সীমান্তের পথে আরো কিছুকাল
নিঃস্বঙ্গ পথচারি আমি-সামনে মহাকাল,
আমি পথযাত্রি-আমার দিবারাত্রি
স্রোতের বিপরীত আর কতোকাল
সময় দিয়েছে সময়ের নিশানা
উপলব্দির আঘাতে ক্ষতবিক্ষত আমি-
সামনে দেখি-শুধুই মহাকাল।
বিষয়: সাহিত্য
১১৮১ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবনের দিনগুলো-যেন গুণে গুণে পায়েদলা"
আসলেই পৃথিবীটা কখনো কখনো মুমিনের জন্য কারাগার। অত্যন্ত সুন্দরভাবে গেঁথেছেন শব্দমালা। অনেক ভালো লাগলো।
কে সেই মহান ব্যক্তি যে আজ আমাকে এই পোষ্টটি পড়ার আমন্ত্রণ জানিয়েছেন? তাকে হাজার সালাম
মন্তব্য করতে লগইন করুন