রাজাধিরাজ
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২০ মে, ২০১৪, ০৩:১৪:৫৩ দুপুর
খেলা তোমার বুঝিবারে নাহি পারে কেউ
দিতে পার মরুর বুকে শীতল পানির ঢেউ
দিনকে কর রাত্র তুমি রাতকে কর দিন
নিখিল ভুবন চালাও তুমি ক্লান্তি বিরামহীন।
মালিক তুমি সব জাহানের একাই অধিপতি
ইচ্ছায় কর কল্যাণ তুমি ইচ্ছায় কর ক্ষতি
মণিব তুমি মাবুদ তুমি গাফুর দয়াময়
রহমান তুমি রাহিম তুমি সদা সর্বময়।
সুন্দর তুমি মহান প্রভু সর্ব শক্তিমান
একক তুমি অদ্বিতীয় আরশে বিদ্যমান
মাটির বুকে ফলাও ফসল-আকাশ থেকে বর্ষ পানি
সব অবদান তোমার মাবুদ-তুমি মহাবিজ্ঞ জ্ঞ্যানি।
সৃষ্টি তোমার স্রষ্টা তুমি মহান রাজাধিরাজ
শাসন তোমার বিধান তোমার সর্ব কর বিরাজ
প্রজা তোমায় দিলে কিছু বহুগুণে কর জমা
নেকিরে দাও জান্নাত তুমি-পাপিরে দাও ক্ষমা।
বিষয়: সাহিত্য
১১৯০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাসন তোমার বিধান তোমার সর্ব কর বিরাজ
অসম্ভব ভালো লাগলো কবিতাটা। স্রষ্টার অস্তিত্ব এবং সর্বত্র তার বিরাজমানতা নিয়ে এক অপূবৃ মিলবন্ধন ফুটে উঠে। এক কথায় অনবদ্য এক কবিতা। কবিয়াল ভাইকে অসংখ্য ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন