নির্মম উপহার
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১২ মে, ২০১৪, ০৯:৩১:৩৫ রাত
আমার অনুভুতি গুলো আমায় জ্বালায়
দিবানিশি শিরা-উপশিরায় ছুড়ি চালায়
আমি মরণ যন্ত্রনায় ছটফট করি
প্রত্যেক দিন অগণিতবার মরি
আমি চোখ মেলিতে ভয় পাই-বিভৎষতায়,
টিভির পর্দায় রক্তের কালো দাগ-আর উদাম নৃত্য
পত্রিকার পাতায় পাতায় ভয়াল ক্যাঁনভাস
আমি আঁৎকে উঠি কলিং বেলের ঘন্টায়
আমার কষ্ট-আমি এসব দেখি অহরহ
মানুষের মূল্য অতি সামান্য কটি টাকায়!
সব মিটমাট সেই পুরনো উদ্যেমে চলে
মায়া মমতার যেনো যাদুঘরেও ঠাঁই নাই
ভালোবাসার ভেরোমিটার টাকায় উঠানামা করে
আমি এসবই প্রতি নীয়ত দেখি-দেখতে বাধ্য হই
আমার অনুভুতি গুলোই আমায় কষ্ট দেয়
আমি কষ্ট পাই-আর্তচিৎকারে ফেটে পরি
বুকের ভেতর অসহ্য যন্ত্রনায় কাতরাই
এ কোন সভ্যতায় আমার জন্ম-প্রশ্ন করি?
সুশিক্ষিত ডাকাতের কবলে পুরো সভ্যতা
আমার প্রশ্নে প্রতিধ্বনিত হয়-আমারই আর্তচিৎকার
আমার কষ্টগুলো-আমারই অনুভুতির উপহার
এত্তো নির্মম উপহার- প্রত্যাশার বাহিরে...
বিষয়: সাহিত্য
৯৬৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার প্রশ্নে প্রতিধ্বনিত হয়-আমারই আর্তচিৎকার
আমার কষ্টগুলো-আমারই অনুভুতির উপহার
এত্তো নির্মম উপহার- প্রত্যাশার বাহিরে...
কবিহে
বঙ্গ জননী আজ বড় নির্বাক
রক্তক্ষয়ী একাত্তর আর চায়না,
কিন্তু ক্ষমতার দাহে বড় অন্ধ
সত্যান্বেষী মারতে নিত্য বাহানা।
দিশেহারা জনপদ আবার কাদে
অর্ত চীতকারে কাদে প্রাণ
হে মা, প্রসব কর আবার নজরুল
না হয় প্রসব কর বিদ্রোহী গান।
নেশাগ্রস্তদের জাগাও আবার
চেতনা দাও সেই কালেমার
হেরার আলোয় উদ্ভাসিত কর
চলে যাক সব অন্ধকার।
মাগো, প্রসব করনা আবার
আপোসহীন দ্বিগ্বীজয় তিতুমীর
বালাকোটের গ্লানি মুছে দিতে
পুনঃজন্ম হোক লড়াকু আইয়্যেবীর।.
----চেতনার কবিকে ধন্যবাদ জমানো ব্যাথা
কবিতার ভাষায় উগলে দেয়ার জন্য।
মন্তব্য করতে লগইন করুন