গোঁয়ার গোবিন্দ...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৪ এপ্রিল, ২০১৪, ১০:৪০:৫০ রাত
গোঁয়ার গোবিন্দ পালিয়েছিল-শাহ জালালের ভয়ে
কেউ দেখেনি কেউ সুনেনি-পালাইলো না কয়ে!
রাজা গেলো রাজ্য গেলো-কামটা হইলো কি?
এত্তো বড় মহারাজার-ঘটেছিলো কি!
শাহা জালাল (রঃ) আযান দিলো-গোবিন্দদের পতন হল
সেই যে গেলো গোপন গোঁহায়-আজো ফিরলো না
আযান সুনে ধুতি খানা-পুরাপুরি ফানাফানা
দৌড়া বাবা জানটা বাঁচা-বাঘ ভেঙ্গেছে বাঘের খাঁচা,
গোবিন্দরা পালাইলেও-প্রেতাত্মারা আজো ঘুরে
মুসলমানের নামের পিছে-মোনাফিকের লেবাস ধরে
মুখের তাদের আল্লাহর দোহাই-অন্তর বেঁকা তেড়া
বাঘের ভেসে হুংকার ছাড়ে-নিজের ভেতর ভেঁড়া,
মুসলিম যারা ঈমান হারা পথহারাও বটে-
আল্লাহ তাদের ভরসাটা ঝড় তোফানেই দেখে !
দোহাই আল্লাহ মাবুদ মাওলা-বাঁচাও এ বান্দারে,
ঝড় কাটিলে ডাইল খিচুড়ি-বদনাশার মাজারে !
ঈমানের দাম দিতে পারি-রক্তের বিনিময়ে
জেল জুলুম আর ডান্ডাবেরি-বেড়াই হাতে নিয়ে
বীরের মতো হাটি আমি-ডান্ডাবেরি পাঁয়ে
কাফন আমার জেলের লেবাস-সদাই রাখি গাঁয়ে,
নারে বাপু জালিম বোকা-তোর ধারনা তোরই ধোঁকা
বীরেরা কেউ ঘরের ভেতর-বন্দি থাকেনা
তারা সবাই স্বাধীন চেতা-বাঁধন বুঝেনা
আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কাউকে মানেনা।
কাদের গেলো হাঁসতে হাঁসতে-বাকি কাদের লাইন ধরেছে
মরবে না হয় ধরবে এবার-ছেড়ে দিবে না
দিনগুলি সব ফুরিয়ে যাচ্ছে-ঘড়ির কাটার সাথে
বাঁজবে এবার বিদেয় ঘন্টা-সময় নেই আর হাতে।
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন