বাংলাদেশি বনাম বাঙ্গালী,

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০২ এপ্রিল, ২০১৪, ১১:০৬:২৯ রাত

একটা অসহনীয় যন্ত্রনা বুকের ভেতর

মাঝে মধ্যেই বিপি হাই মনে হয়

চ্যানেল বদলাই দেখি গণতন্ত্রের গণধোলাই!

এরা বাংলাদেশকে মেনে নিতে পারেনি-

তাই এ রাজাকারদের এই বাংলায়-ঠাই নাই

আচ্ছা এটা বাংলা নাকি বাংলাদেশ ?

মানচিত্রটার একপাশে লিখা দেখি বাংলাদেশ,

তবে ওরা এই বাংলা এই বাংলা বলে কেন ?

এরা এত্তো এলোমেলো বক্তব্য দেয় কেন ?

বাংলাদেশ এই বাংলা হয় কেমন করে ?

আমি বাঙ্গালী আমার ধর্ম কর্ম সংস্কৃতি-

সবই বাংলায় হতে হবে-পাঞ্জাবি পড়া যাবেনা

টুপি পড়া যাবেনা-চলনে বলনে আল্লাহর নাম নেয়া যাবেনা!

পড়লে তবেই বাঙ্গালী জাতীর জাত যাবে,

পহেলা বৈশাখে কাল-বৈশাখিকে নেঁচে গেয়ে ডাকতে হবে

মাখামাখি বেপর্দায় ইলিশ ভাঁজা খেলেই বাঙ্গালী হবে,

নবযৌবনা ছেলেমেয়েরা থ্রিকোয়াটর হাফপেন্ট স্কিনটাইট পেন্ট পড়লেই প্রগতিশীল হবে -

আর এই প্রগতিশীলদের প্রাইবেট টিচার হবেন পরিমল জয়ধরেরা,

ছেলেটা ছোট দাড়ি রেখেছে-মসজিদে গিয়ে নামাজ পড়ে-

মাঝে মধ্যে ইসলামি মনিষিদের বই পুষ্তক পড়ে,

আর কোরআন হাদিস অধ্যায়নের অব্যাস করেছে

তাই সে বেক ডেটেড! ক্ষেত প্রকিৃতির ছেলে কথিত হয়!

মেধা তালিকায় সর্বদাই উপরের ধাপে তাতে কি-সে বাঙ্গালী হতে পারেনা,

কারন সে পারেনা অর্ধ নগ্ন- হতে-পারেনা বেহায়া হতে

ইসলাম তাকে সালিনতার চাদরে ঢেকে দিয়েছে,

দিয়েছে কোরআন অনুধাবনের মহা-মহিয়ান হৃদয়,

তাই সে মেপে চলে-মেপে বলে-কৌশলি সত্য কথা,

সে চাইলেও কথিত বাঙ্গালী হতে পারেনা-

পারেনা মিথ্যা দেশপ্রেম দেখাতে,

সে বাংলাদেশি তাই বাংলাতেই স্রষ্টার গান গায়,

বাংলাদেশই তার প্রানের প্রিয় মাতৃভূমি-

যার তরে তার প্রান।

ইন্ডিয়াতেও নাকি বাংলা প্রদেশ আছে-যার বেশির ভাগই ভিন্ন ধর্মে বাংলাবাসী,

ওখানে মুসলিমও আছে যাহারা আবার সংখ্যালগু-মাঝে মধ্যে নোমেন্স লে্ন্ডে পাওয়া যায় !

যারা মিলে মিশেই নাকি ভারত প্রেম নিয়ে বসবাস করে,

এটাই স্বাভাবিক ওদের প্রথম পরিচয় ওরা হিন্দি তারপর বাংগালি টেলেগু মালাইয়ালাম টামিল-

তাদের মধ্যে রাজনিতির হানাহানি নেই-

আছে গণতন্ত্রের মিল,

আর আমরা কাগজে কলমে মানচিত্রে বাংলাদেশি হয়েও-

জয়বাংলা আমদানি করা স্লোগান নিয়ে আত্মতুষ্ট!

হায় কি বিচিত্র এ দেশ-আর তাদের দেশপ্রেম-

যাহা বাংলাদেশিদের হৃদয়ে বিদ্রোহের আগুন ধরায়-

আর তাতে বাঙ্গালীরা উলুধ্বনি দেয়।

বিষয়: বিবিধ

১৪৫৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201890
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:১৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১০
154099
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : যথযথ এডিট করার সময় পাইনা পরে পড়লে নিজের কাছেই অনেক অসঙ্গতি ধরা পারে...ধন্যবাদ প্রথম মন্তব্যকারিকে।
201895
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:২৫
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

সুশিক্ষা ও নৈতিকতার চর্চা মানব সমাজের দুটি ইতিবাচক উপাদান, এর বিপরীতে কুশিক্ষা, অনৈতিকতা, দূর্নীতির অবাধ প্রসারে সাধারণ মানুষ ভুলে গেছে তাদের কল্যানমূখী প্রকৃত সংষ্কৃতি। ফলে কুজনেরা তৈরী করছে অকল্যানমূখী অবাস্তব অপসংষ্কৃতি। সুস্থ্য সংষ্কৃতির স্বাভাবিক চর্চা আমাদের দেশে দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। আমরা বিজাতীয় সংষ্কৃতির অন্ধ-অনুকরণ বা কখোনো বিকৃত অনুকরণ করা শিখেছি আর আমাদের নিজস্ব সংষ্কৃতিকে ঘৃনা করেছি কখোনো অপ-ধর্মের নামে, কখোনো নষ্ট-রাজনীতির নামে কিন্তু আপন সংষ্কৃতির উন্নয়নে চেষ্টা করিনাই। চেষ্টা করবোই বা কিভাবে দূর্নীতি আর সৎ-উন্নয়ন কখনো এক সাথে হয় না।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
154113
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মনসুর ভাই ভূয়সী প্রশংসার জন্য আন্তরিক ধন্যবাদ।Love Struck Happy
201896
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:২৫
জবলুল হক লিখেছেন : চমৎকার হয়েছে। তথাকতিত বাংগালী না হলেও চলবে। শুধুমাত্র মুসল্মান হতে পারলেই যতেষ্ট।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
154114
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : জবলুল হক ভাই প্রশংসার জন্য আন্তরিক ধন্যবাদ। Love Struck
201903
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
154115
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : প্রিয় মেঘ ভাঙ্গা সোনালী রোদ ভালোবাসা রইল....Happy
201911
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৯
ফেরারী মন লিখেছেন : অনেকদিন পর আপনার লেখা পেলাম। নতুন করে কিছু বল্লাম না।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
154116
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ফেরারিকে সব সময়ই ধাওয়া করি কিন্তু ফেরারিই আমাকে ধরে ফেলে ভালোবাসা ফেরারির জন্য।
201942
০৩ এপ্রিল ২০১৪ রাত ০১:৫২
হাবিবুল্লাহ লিখেছেন : ভাল লেগেছে। আমাদের দেশের নাম বাংলাদেশ। যারা বাংলা বাংলা করে বাংলাদেশ বলতে লজ্জা পায় তারা ভারতের বাংলাকেই ভালবাসে। অনেক ধন্যবাদ।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
154117
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : হাবিবুল্লাহ মানে আল্লাহর প্রিয়....আমি অধমের প্রিয় না হয়ে কি পারেন।ধন্যবাদ,Love Struck
202083
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫২
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার একটি কবিতা পড়লাম। ধন্যবাদ।
০৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
154118
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ফাতিমা মারিয়াম মানেই ভূয়সী প্রশংসা!অথচ নিজেই অনেক অসাধারন লিখেন,ধন্যবাদ আপু।Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File