আমার বাবা...

লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২২ মার্চ, ২০১৪, ০৭:৩৭:১৩ সন্ধ্যা

বাবার মৃত্যু জীবনের গতি বদলে দিলো

যৌবনের প্রারম্ভেই পরিণত হলাম

জীবন যুদ্ধের নবীন সৈনিক

ঝাপিয়ে পড়লাম কর্ম যজ্ঞের অতল সমুদ্রে

মানিক্য তালাসের প্রানান্তকর চেষ্টায়

বারে বারে ঢেউয়ের আঘাত পেলাম

পিছু ফিরিনি ফেরার পথ ছিল রুদ্ধ,

বাবার মুখখানা বারে বারে মনে পরে

মনে পরে স্নেহময় ভালোবাসার পরশ

আজ বাবা বুকের মধ্যে বাসকরে

আমায় শাসায় আদর করে

বাবার হাতেই প্রথম লিখতে শিখি

তাই প্রতিটি শব্দে বাবার স্পর্শ পাই,

বাবা ছিলেন শতকষ্টের শান্তনা

ছিলেন আমার আদর্শ শিক্ষক

আজ বাবা নেই পৃথিবী শূন্য লাগে

চলার পথ মনে হয়-সঙ্গীহীন দুর্গম

শেষ হয়না পথচলা-ফেরা হয়না ঘরে

যেখানে বাবার স্মৃতিগুলো-

শুধু আমার জন্য অপেক্ষা করে।

বিষয়: Contest_father

১১৬৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196308
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
আলোকিত পথ লিখেছেন : ভালো লাগলো । বিষয়ে বাবা প্রতিযোগিতা সিলেক্ট করে দিন। প্রতিযোগিতায় ঢুকে যান
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
146787
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ,হে আলোকিত পথ,
196317
২২ মার্চ ২০১৪ রাত ০৮:১৫
মোবারক লিখেছেন : পিলাচ
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
146788
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ,মোবারক ভাই
196324
২২ মার্চ ২০১৪ রাত ০৮:২৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
146789
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ,
196328
২২ মার্চ ২০১৪ রাত ০৮:৫১
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
146790
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ,
196333
২২ মার্চ ২০১৪ রাত ০৯:১২
শিশির ভেজা ভোর লিখেছেন : বাবা ছিলেন শতকষ্টের শান্তনা
ছিলেন আমার আদর্শ শিক্ষক
আজ বাবা নেই পৃথিবী শূন্য লাগে
চলার পথ মনে হয়-সঙ্গীহীন দুর্গম Sad Sad Sad
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
146791
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : শিশির ভেজা ভোর...আপনাকে আন্তরিক ধন্যবাদ,
196429
২৩ মার্চ ২০১৪ রাত ১২:৩৪
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
146792
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ,হে পরবাসী
196452
২৩ মার্চ ২০১৪ রাত ০৩:২১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
146793
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ,হে সুশীল
196455
২৩ মার্চ ২০১৪ রাত ০৩:২৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো লেখাটি পড়ে
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
146795
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : লায়লা আপু আপনাকে স্বাগতম এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ,
196519
২৩ মার্চ ২০১৪ সকাল ১০:৫৪
ইকুইকবাল লিখেছেন : ধন্যবাদ
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
146797
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ,
১০
196577
২৩ মার্চ ২০১৪ দুপুর ০২:২২
মোঃজুলফিকার আলী লিখেছেন : ভাল লাগলো। শুভ কামনা রইল। ভাল আছেন তো।
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
146799
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কেমন আছেন জুলফিকার ভাই ? আপনাকে আন্তরিক ধন্যবাদ,
১১
199755
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : ঠিন বাস্তব তুলে ধরেছেন ভাই। খুব সাবলীল ভঙ্গিমা আপনার। চালিয়ে যান। নিয়মিত আশা করবো।
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:২৭
150008
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কিছু লেখা মনের ভেতর থেকে আসে যান মনওয়ালারাই বুঝতে পারে,সুমাইয় আপনি বুঝে মন্তব্য করেছেন যার জন্য আপনাকে আন্তরিক সালাম...প্রিয়তে নিলাম।Love Struck
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪২
150087
সুমাইয়া হাবীবা লিখেছেন : ওয়ালাইকুমআসসালাম। ভাই, আমি না পড়ে না বুঝে আজাইরা কোন কথা লিখিনা কোথাও। কারন পড়ার তৃষ্ণা থেকে পড়ি। শুকরিয়া।
১২
199757
২৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৪
সুমাইয়া হাবীবা লিখেছেন : কঠিন বাস্তব।
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:২৯
150010
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এই সব এমনিতেই বুঝা যায় কি লিখতে চাচ্ছিলেন আবারো ধন্যবাদ।
১৩
226499
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০২
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
২৬ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
173513
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : হঠাৎ বৃষ্টির মতোই মন্তব্যটি পেলাম...কি ব্যাপার আপু আমার ব্লগে আপনার মতো গুণিজন....!!! স্বাগতম অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File