আমার বাবা...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২২ মার্চ, ২০১৪, ০৭:৩৭:১৩ সন্ধ্যা
বাবার মৃত্যু জীবনের গতি বদলে দিলো
যৌবনের প্রারম্ভেই পরিণত হলাম
জীবন যুদ্ধের নবীন সৈনিক
ঝাপিয়ে পড়লাম কর্ম যজ্ঞের অতল সমুদ্রে
মানিক্য তালাসের প্রানান্তকর চেষ্টায়
বারে বারে ঢেউয়ের আঘাত পেলাম
পিছু ফিরিনি ফেরার পথ ছিল রুদ্ধ,
বাবার মুখখানা বারে বারে মনে পরে
মনে পরে স্নেহময় ভালোবাসার পরশ
আজ বাবা বুকের মধ্যে বাসকরে
আমায় শাসায় আদর করে
বাবার হাতেই প্রথম লিখতে শিখি
তাই প্রতিটি শব্দে বাবার স্পর্শ পাই,
বাবা ছিলেন শতকষ্টের শান্তনা
ছিলেন আমার আদর্শ শিক্ষক
আজ বাবা নেই পৃথিবী শূন্য লাগে
চলার পথ মনে হয়-সঙ্গীহীন দুর্গম
শেষ হয়না পথচলা-ফেরা হয়না ঘরে
যেখানে বাবার স্মৃতিগুলো-
শুধু আমার জন্য অপেক্ষা করে।
বিষয়: Contest_father
১১৭৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছিলেন আমার আদর্শ শিক্ষক
আজ বাবা নেই পৃথিবী শূন্য লাগে
চলার পথ মনে হয়-সঙ্গীহীন দুর্গম
মন্তব্য করতে লগইন করুন