উল্টা পায়ে হাঁটি...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৯ জানুয়ারি, ২০১৪, ০৯:২৮:২৬ রাত
আমার ইচ্ছে করছে উল্টা পায়ে হাটতে,
বাঙ্গালী জাতীর জন্য লাল মরিচ বাটতে।
এত্তো হজম শক্তি জাতী কোথায় পায় ?
যাহাই পায় অন্ধ চোখে গোগ্রাসে খায় !
তাই ভাবছি লাল মরিচ বাটা খাওয়াবো,
রক্ত আমাশয় সহ জাতীর ডায়েরিয়া করাবো।
দেখি কত্তো দৌড়াইবার পারে ছোট ঘরে,
শুধু ভয় না জানি জাতী-ছোট ঘরেই বসবাস শুরু করে।
হায়রে এডজাস্টম্যান্ট আজব সহশীলতা,
পাছায় লাগার পরও কি অসাধারন ভদ্রতা ?
বুঝাই যায় জাতীরে পাইছে নাড়কাটা ভুতে,
এ ভুত তাড়াবার কবিরাজ আজ দুধে ভাতে।
বগলের তলে বসে বন্দনার গীত গায়,
জয়হো মহারাজ-জয়তু বিনা দ্বিধায়।
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন