ডাইল খিচুড়ি ফিরি আসে...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১২:২৫ রাত
এ কিশের আওয়াজ শুনি এ কিশের আলামত
এত্তো জলদি আইলো কেমনে ছানি কেয়ামত!
লাকী নাচে ইমরান নাচে-লাজ্জা শরম দিয়ে বেচে
রাজিব সোনা সদ্য বিদেয়-বাকিরা সব যাবে গেছে,
রাজাকারের ফাঁসি চায়-বিনা কামে মাল কামায়
ডাইল খিচুড়ি ফিরি আসে-আরো কিছু ঘরে যায়?
আল্লাহ রাসুল মানেনা (নায়ু) দ্বীনের কথা শুনেনা
দ্বীন ও রাতের তফাৎ তারা মনে হয় বুঝেনা?
ধর রাজাকার মার রাজাকার ইতিহাস জানেনা
নেচে গেয়ে টাইম পাস সত্য কভু মানেনা,
শুন মিয়া পোলাপান জীবন নয় নেশার গান
সময় আছে ভাবো খানিক আর হইওনা অপমান।
বিষয়: বিবিধ
৯৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন