সকাল সন্ধা হরতাল...!!! (খভিথা)
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ২৮ মে, ২০১৩, ০৮:০৯:৫২ রাত
সকাল সন্ধা হরতাল
গাড়ি ভাঙ্গচোড় সি এ জিতে আগুন
ধাওয়া পাল্টা ধাওয়া
গরম পানির গোলাপি রং!
রাবার ভুলেটে এপার ওপার
লাল রঙ্গের রাজপথ
গ্রেফ্তারের রশি বাঁধা মিছিল
কোথাওবা ডান্ডা বেড়ি?
আবারো কর্মসূচি মৃদু হুংকার
ক্ষমতার গতিতে কাতুকুতু
লাল চোখের এলার্জি
বাহিনি রেডি সাদা কালো মেঠোপ্রিন্ট,
যোদ্ধংদেহি সাড়াশি দৌড়ানি
ডান্ডার উলোধ্বনি এলোপাথারি
আহত জানা নেই গুম অজানা
কয়জনা পরে আছেন মর্গে?
এভাবেই দেশ চলে চলবে
ভবিষ্যৎ এমনই উজ্জলতর হবে
রেখে যাওয়া আদর্শ পথ ধরে...
মেপে মেপে প্রতিশোধ নিবে।
বিষয়: বিবিধ
১৪৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন