সবুজ পাখির উড়ন মিছিল...
লিখেছেন লিখেছেন আব্দুল মান্নান মুন্সী ০৭ মে, ২০১৩, ১১:৪৬:৫০ রাত
আজ অনেক কেঁদেছি চোখের জলে মুখ ধোয়েছি
আকাশের কান্নার কাছে হার মেনেছি সে অঝোর কাঁদছে
আজো সে কাঁদো কঁদো ঘোমড়া মুখে ফুঁপিয়ে কাঁদছে
সে দেখেছে সাদা চোখে তান্ডব কাহাকে বলে
দেখেছে সাদা কাপড়ে রক্তের ছোপ ছোপ দাগ
সে দেখেছে সাদা মানুষ গুলোকে সবুজ পাখি হতে
দেখেছে সবুজ পাখির উড়ন মিছিল...
আর দেখেছে মানুষের অমানুষি হিংস্ররুপ
আমার কাঁন্না গুলো ভেতরে জমাট বাঁধছে
হয়তো বিষ্ফোরিত হবে কোন এক চত্তরে
বেড়িয়ে যাবে শহরের নালায় নালায় বেহিসেবে
আমিও হবো কোন এক বেওয়ারিশ লাশ
পরে থাকবো মিউনিসিপাল্টির ভাঙ্গাচোড়া ট্রাকে
এভাবেই বাড়বে তান্ডব কারিদের লাশের স্তোপ...
তুমি তোমরা মুখ ঘোমড়া করে বসে থাকো
মিথ্যার বেসাতি শুনতে দালাল টিভির স্ক্রিনে
বিষয়: বিবিধ
১৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন