আমাদের পতাকা
লিখেছেন লিখেছেন গালিব মাহমুদ শিশির ২৬ মার্চ, ২০১৩, ০৮:২১:৫৭ সকাল
আমাদের পতাকা
আমাদের মান,
এনে দিলো পৃথিবীতে খ্যাতি সম্মান।
আমাদের স্বাধীনতা
রক্তের স্মৃতি কথা,
মিশে আছে পতাকার রং তুলিতে,
দেশপ্রেম ভালোবাসা
বেঁচে থাকা বড়ো আশা
পারি কি তা আমরা সব ভুলিতে?
আমাদের পতাকা
আমাদের মান,
এনে দিলো দেশ-মাটি
সবুজের পরিপাটি
শিশু মুখে হাসি খুশি তরতাজা প্রাণ।
আমাদের পতাকা
আমাদের মান,
পেয়ে আজ গাই সবে
ছেলে মেয়ে কলরবে
মুক্তির গান,
শিশু মুখে হাসি খুশি তরতাজা প্রাণ।
মা'র মুখে হাসি খুশি আলোকের বান।
আমাদের পতাকা
আমাদের মান,
এনে দিলো পৃথিবীতে খ্যাতি সম্মান।
বিষয়: বিবিধ
১৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন