কাক ও কোকিল

লিখেছেন লিখেছেন গালিব মাহমুদ শিশির ২৪ মার্চ, ২০১৩, ০৭:৫৪:৪৫ সন্ধ্যা

কাক ও কোকিল

দুটো মাঝে আছে অনেক মিল।

অমিলও কম নয়

অবলোকনে বুঝা যায়।

দু'টি পাখি-ই মিচমিচে কালো

একটি বড় অপরটি আকারে ছোট।

কোকিল মানুষের কাছে প্রিয়

অপরটি অপ্রিয়।

কাক বাসা করে

গাছের উঁচু ডালের পরে।

কোকিল বাসা বাঁধতে জানেনা,

কাকের বাসা ডাল পালার আবর্জনা।

কোকিল কৌশলে কাককে তাড়া করে,

কাকের ডিম ফেলে দিয়ে

কোকিল তাতে ডিম পাড়ে

বোকা কাক বাচ্চা ফুটায় সেই ডিমে তাঁ দিয়ে।

দিনে দিনে বাচ্চা বড় হতে থাকে

একদিন সুযোগ বুঝে যায় উড়ে।

এ ভাবেই হয় তাদের বংশ বিস্তার,

এ এক অপূর্ব নিয়ম প্রকৃতির।

বিষয়: বিবিধ

১৬২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File