টুনটুনি
লিখেছেন লিখেছেন গালিব মাহমুদ শিশির ২১ মার্চ, ২০১৩, ০২:৫১:০৯ দুপুর
আমার রুমের জানালার পাশে মাঝারী সাইজের একটা আতা গাছ।
এক জোড়া টুনটুনি পাখি সকাল সাজে এ ঢাল হতে ও ঢালে করে বিচরণ
আর ডাকে টুন টুন টুন।
কয় দিন পর দেখি ছোট্ট একটি বাসা
আর বাসায় দু'টি ডিম, টোনা টুনি পালাত্রমে তাতে দেয় উম।
এর কয় দিন পর ডিম
ফেঁটে বাচ্চা হলো বাহির।
টোনা টুনির সে কি উল্লাস,
প্রাণভরে তাদের দেখি তাদের প্রয়াস।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন