বাংলার ফুল।
লিখেছেন লিখেছেন গালিব মাহমুদ শিশির ২০ মার্চ, ২০১৩, ১০:৩৪:৫০ রাত
এই যে আমাদের ছোট্ট এই দেশটা । কত্ত কিছু যে আল্লাহ পাক এতে দু'হাত ভরে দিয়েছেন। তার কোনো সীমা নেই। কত রকমারি, কত সুন্দর, মনকাড়া জিনিস দিয়ে সাজিয়ে দিয়েছেন আমাদের প্রাণের দেশটাকে…
আজকে আমি অনেকগুলো ফুলের নাম বলবো, যেগুলো আমাদেরই সম্পদ, আমাদের এ বাংলাতেই জন্মে এবং আমাদের খুবই প্রিয়…তো জানা যাক-
গোলাপ, জবা, বেলী,
হাসনাহেনা, জুঁই, চামেলী,
শিউলী, শেফালী, বকুল,
পলাশ, রজনীগন্ধা, কাঁঠাল।
ডালিয়া, কান্চন চামেলী, চাঁপা, পারুল, সূর্য্যমুখী, শাপলা, পদ্ম, হোগলাফুল, কাশফুল, ঘাসফুল, পানাফুল।
কেয়া, টগর, মল্লিকা, কসময়, নয়নতারা, ঝুমকা, গাদা, দোপাটি দুল হাটিয়া, কবরী, গন্ধরাজ, জয়া।
ফুল নিয়ে আজকের ছন্দ-
এমন অগনিত ফুল
হৃদয় হাসানো ফুল
বাগবাগিচায় শোভা পায়
বিধাতার অপার কৃপায়।
বিষয়: বিবিধ
২৬৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন