বাংলার পাখি
লিখেছেন লিখেছেন গালিব মাহমুদ শিশির ১৯ মার্চ, ২০১৩, ১০:০৬:১৯ সকাল
দোয়েল, কোয়েল, ফিঙে,
ঘুঘু, শালিক, টিয়ে ,কাক চিল, শকুন ,শ্যামা বুলবুলি, টুন টুন,
চড়ুই, বাবুই, পাপিয়া,
কোকিল, ময়না, কাকাতুঁয়া,
হাঁস, সারস, পানকৌড়ি,
প্যাঁচা, ডাহুক হলদে পাখি, ঈগল, চাতক, বাজপাখি,
ফুলঝুড়ি, ময়ুর, বসন্তবাউরী,
ধনেশা, নীলপরী, কানাকোকা,
মিনিভেট, ভিংরাজ, হাড়িচাচা, চন্দনা, খন্জনা, কাঠঠোকরা,
বউকথাকও, মাছরাঙা, পায়রা, গাংচিল, চখাচকী, বউরাণী,আরও কত অতিথি পাখি।
সবু শ্যামল এ বাংলায়
করছে ওরা বিচরণ
ওদের কলকাকলিতে হায়
এ মন ভরে থাকে সারাক্ষণ।
বিষয়: বিবিধ
২৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন