বিদায়.............

লিখেছেন লিখেছেন গালিব মাহমুদ শিশির ০৯ মার্চ, ২০১৩, ০৬:১৬:১৩ সন্ধ্যা

নিত্য সকালে ঘর থেকে যখন বের হই, তখন শেষবারের মতো চোখ বুলিয়ে নেই আমার প্রিয় ছোট্ট ঘরটায়। আমার ব্যবহার্য জিনিসপত্তর, কলম, খাতাগুলোতে পরশ বুলিয়ে নেই শেষবারের মতোন। একটু খানি ঠায় দাঁড়িয়ে দেখে নেই আঁচলের ঘোমটায় ফেলে রাখা প্রিয় মায়ের মুখটাকে…আম্মুর চোখজোড়া টলটলে অশ্রুজলে কেমন ছলছল করে। ভালো মতো যেয়ো, সাবধানে দেখেশুনে রাস্তা পেরুবে.…সব সময় সতর্ক থাকবে।এমন কিছু উপদেশবাণী ধরা গলায় কোনো রকমে বলেই দ্রুত মুখটা ফিরিয়ে নিতে চান। হয়তোবা চোখে অশ্রু নিয়ে দ্বিতীয়বার আমার মুখোমুখি হতে চান না। প্রিয় বেড়ালটা, যাকে আমি বিলু বলে ডাকি। আমার ডাক শোনামাত্রই বিলু কাছে এসে পায়ে লুটোপুটি খাবে। তুলতুলে শরীরে আদর নেবে। আমার বিদায়ের বেলায় বিলুও কেমন জানি চুপসে থাকে। হয়তোবা আমার মনের বিষাদ ভাবনাগুলো ওকেও কুরে কুরে খায়। আমার চলে আসার সময় একসময় বাবা আমাদের রাস্তাতে দাঁড়িয়ে থাকতেন। এই সময়টাতে তাকে খুবই মলিন আর বিমর্ষ দেখাতো। এখন তিনি আর দাড়ান না, আমার আগেই বেড়িয়ে যান। এই অস্থির আর সময়ে আমাদের বাড়ীর বাইরে যেতে মন তার খুব সায় দেয় না। কিন্তু উপায় তো নেই। সংসার চালাতে এবং চলতে বাইরে যে বেরুতে হবেই। রাস্তায় দাঁড়িয়ে মরচে ধরা টিনের চালার বাড়ীটাকে দেখে নেই আরেকবার আড়চোখে। জন্মের পর থেকে আজ অবধি পরম মাতৃমমতায় আমাদের আগলে রেখেছে এই বাড়ী।কেমন মায়া নিয়ে নির্বাক দাঁড়িয়ে থাকে আমাদের বাড়ীটা। বাসা থেকে বেরুলাম ঠিক। কিন্তু এই বাড়ীতেই আজ রাতে এসে নিজেকে সঁপে দিতে পারব কিনা-এই অনিশ্চিয়তা, এই দুশ্চিন্তা মনটাকে বড় আনচান করে তোলে। চোখ জোড়াকে ঝাপসা করে বেদনার জলে। ..……ইদানিংকার পারিপার্শ্বিক চাপে মনটা বড় বিষিয়ে উঠেছে। সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরে যাচ্ছে প্রতিদিনই। প্রতিদিনই পত্রিকার পাতা দখন নিচ্ছে অপমৃত্যু বা রহস্যজনক মৃত্যুর খবর। হানাহানি, খুনোখুনি, জবরদখল তো আমাদের প্রতিদিনের অপরিহার্য কড়চা। অবিশ্বাসের নীল বিষে ক্রমেই নিঃশ্বেষ হয়ে যাচ্ছে মানবতা। অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই নেমে আসছে অত্যাচারের খড়গহস্ত। সহিংস রাজনীতির শিকার হয়ে আমি-ই যে শত শত শহিদের মিছিলের একজন হয়ে যাবো না- এই গ্যারান্টি কে দেবে?…আমি-ই তো আজ হয়ে যেতে পারি সড়ক দুর্ঘটনার নির্মম শিকার…ঘাতক ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্য হতে পারে আমার…হতে পারে আজই আমার শেষ দেখা। হতে পারে আজই আমার চিরবিদায়…হ্যাঁ, আজই হতে পারে। আর তাই ঘর থেকে বেরুনোর সময় শেষ বিদায়টা নিয়ে নি-ই মনে মনে।

বিষয়: বিবিধ

১২১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File