ফিরে এলাম…চলে গিয়েও!
লিখেছেন লিখেছেন গালিব মাহমুদ শিশির ০৯ মার্চ, ২০১৩, ১০:১৮:১৬ সকাল
দীর্ঘ এক মাস পর ব্লগে এলাম! হায় আল্লাহ! আমি নাকি ব্লগার ! আমার বাপজান ব্লগারদের উপর ভীষণ ক্ষ্যাপা,,,কারণ বাপজান তো ইন্টারনেট চালায় না, উনি পত্র-পত্রিকায় পড়ে জেনেছেন ব্লগারদের কথা, মানে শাহবাগী ব্লগারদের কথা! তাদের কুকুর্মের ফলে আব্বা এখন "ব্লগার" কে ভেঙায়া "বগার" বলেন! তার মনে দৃঢ় বিশ্বাস সৃষ্টি হয়েছে ব্লগার মানেই খচ্চর টাইপের পোলাপান, যারা কিনা নবী-রাসুলদের পর্যন্ত গালি না দিয়ে ছাড়ে না! আব্বারে বুঝাইতে গেলাম, বললাম, আব্বা, সব ব্লগার কিন্তু খারাপ না, নাস্তিক না, খারাপের বিপরীতে আস্তিক, ইসলামপন্থী ব্লগারও আছেন। বাপ আমার কথা কানে তো তুললই না, উল্টা আমারে ব্লগারদের সাপোর্ট করছি বলে নাস্তিকদের সহযোগী ভেবে "বগার" উপাধী দিয়ে দিলো! আমি এই অপবাদের ভার সইতে পারলাম না, তাই দিলাম ছেড়ে ব্লগিং! এই জন্যই গত ১ মাস আমার কুনু খবর ছিলনা। এখন বাপ বুঝেছেন আসল কাহিনী। তাই আবার ফিরে আসতে পারছি। এখন বাপজান আমারে পিঠ চাপড়ে বলে- বাবা, খোদাদ্রোহী , জালিমদের বিরুদ্ধে হৃদয় উজাড় করে লিখবা! …আরো কত কি! আব্বাজান নিজেও একক্ষান ল্যাপটপ কিনছেন, তার জন্যই। তিনিও নাকি ব্লগিং করবেন!
বিষয়: বিবিধ
১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন