মওলানা ভাসানী হলের হিন্দু ছাত্র শিবিরের অমুসলিম শাখার সদস্য- ভিসি
লিখেছেন লিখেছেন ফারহানা শারমিন ২০ মার্চ, ২০১৩, ০৫:১৪:৪৭ বিকাল
সোমবার সকাল। মওলানা ভাসানী হলে উপস্থিত স্বয়ং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধাপক আনোয়ার হোসেন। সঙ্গে তার নিরাপত্তায় অস্ত্রধারি গান ম্যান। রয়েছেন প্রক্টরিয়াল বডির সদস্য, হলের প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষকগণ। উদ্দেশ্য- হল তল্লাশি করে অবৈধ অস্ত্র উদ্ধার। টার্গেট মতো পুলিশ গিয়ে হাজির ১০৮ নং কক্ষে। উদ্ধার করা হয় ৬ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল। আটক করা হয় ছাত্রলীগ কর্মী বোরহান উদ্দিন ইমনকে (৩৮তম ব্যাচ, ভূগোল ও পরিবেশ বিভাগ) ও মোর্শেদুর রহমানকে (৩৮তম ব্যাচ, ইংরেজি বিভাগ)।
উল্লসিত হয়ে পড়েন উপাচার্য। স্বগর্বে বলতে থাকেন, ‘এরা শিবির। এরা শিবির। অন্ধকারের শক্তি, জামায়াত শিবিরের ক্যাডার।’
মোর্শেদ চ্যালেঞ্জ ছুড়ে দেন উপাচার্যকে, ‘আপনার ভাই কর্ণেল তাহের যে সেক্টরের কমান্ডার ছিলেন, আমার বাবা সেই সেক্টরের মুক্তিযোদ্ধা। আমাকে শিবির বলেন কি করে?’
কিছুটা সময় নীরব থাকেন উপাচার্য। মোর্শেদের সঙ্গে থাকা অপর ছাত্র বলে উঠে, ‘ভিসি স্যার মোর্শেদকেও শিবির বললো?’
উপাচার্য আরো ক্রুব্ধ হয়ে,
-‘এই ছেলে, তুমি কে, তোমার নাম কি?’
-মিথুন সরকার।
-ও, তুমিও শিবির।
-স্যার, আমি তো হিন্দু।
-তাতে কি? তুমি শিবিরের হিন্দু শাখার সদস্য।’
উপস্থিত ছাত্রলীগ কর্মী ও সাধারণ ছাত্ররা মুচকি মেরে হাসতে থাকে ( জোরে হাসতে মানা- ভিসি স্যার যদি আবার শিবির বলে!)।
[ Collected: M Oli ]
বিষয়: রাজনীতি
১৭৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন