১৬ কোটি মানুষ সাক্খী - তবু বিশ্বজিত দাস এর হত্যা কারিদের ফাসি দিতে পারবে সরকার?
লিখেছেন লিখেছেন জুয়েল ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০০:১১ রাত
আমাদের দেশের আইন কাদের জন্য কঠিন হবে তা সরকার র্নিধারন করে দেয় মনে হয়।কারন আমরা দেখি যখন যে সরকার আসে সেই সরকার দলীয় নেতারা দল খমতায় থাকা পর্যন্ত অপরাধী হলেও কোন আইনের আওতায় আসেনা। সবাই সাধু থাকে পুলিশের খাতায়। কিন্তু কেনো? এই দেশের আইন মনে হয় সরকারের হাতের পুতুল,দলীয় বিবেচনায় যাকে মন চাইবে তাকেই অনেক ভাবে হয়রানি করতে পারবে। আমরা সব সরকারের বেলাতেই আইনের নিজস্ব গতি চাই যেনো বিশ্বজিত দাসের হত্যাকারীদের মত আসামী ধরতেও এতো হিসাব নিকাষ না কষতে হয়।
বিষয়: রাজনীতি
১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন