ডিসি হারুন পদক পেল এখন কোপা শাকিল ওয়েটিং এ!

লিখেছেন লিখেছেন জুয়েল ০১ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৪:৪২ রাত

এ দেশের মানুষের অধিকার কে নিয়ে যে খেলা সরকার শুরু করেছে তার পরিনাম ভালো হবেনা তা সবাই জানে। বিগত সরকার গুলোর পরিনাম ভালো হয়নি যখন তারা মনে করেছিল তারাই শেষ সরকার। তাই এই সরকার কে বিরোধি দলকেও সম্মান দিতে ও দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানাই। এই সরকারের আচরন দেখে মনে হয় যারা আওয়ামিলিগ করে তারাই জনগন আর কেও না। এই দেশ কে শুধু আও্য়ামিলিগ এর মনে করা ঠিক না। পদক এর এই অপ-ব্যবহার জাতি ভাল ভাবে দেখেনি এটা সরকারের বোঝা উচিত। জনগণ এখন মনে করে,

সরকার এর বিবেচনায় কোপা শাকিল পদক তো পদক পায়!

বিষয়: রাজনীতি

১৬১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File