ঠেলার নাম বাবাজী, তিনজন ব্লগার গ্রেফতার চারজন মন্ত্রীর সংবাদ সম্মেলন

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ০৩ এপ্রিল, ২০১৩, ১১:০৪:৫৯ সকাল



মশিউর রহমান, রাসেল পারভেজ এবং সুব্রত অধিকারী শুভ এই তিনজন ব্লগার গ্রেফতার ।

এই শুভ সংবাদ জানানোর জন্য সংবাদ সম্মেলন করলেন সরকারের চারজন মন্ত্রী:

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, আইনমন্ত্রী শফিক আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ।

আইনমন্ত্রী শফিক আহমেদ:, '২০০৬ সালে যে তথ্য প্রযুক্তি আইন করা হয়েছিলো সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এরকম কোনো কাজ অপরাধমূলক কাজ বলে গণ্য হবে। বিচারের আওতায় এনে তাকে অনধিক ১০ বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা যায়।'

কিন্তু একথা তাঁরা বলেন নাই, যারা ভয়ঙ্কর ইসলামবিদ্বেষী হিসেবে চিহ্নিত তাহাদেরকে সরকার আর কতদিন, সরকারী নিরাপত্তা দিয়ে যাবেন বা কখন লন্ডন অথবা জামার্নিতে পাঠাইয়া দিবেন ।

হেফাজতে ইসলামের দাবি এখন আর এক দফা নয়, এখন দাবি হচ্ছে ১৩ দফা ।

২.

ডা: ইমরান সরকারের ব্লগও বন্ধ করে দেয়া হয়েছে।

গণজাগরণ মঞ্চ থেকে নাস্তিকদের বিদায় !

স্টকসো লাইভ অনুষ্ঠানে ডঃ ইমরান বললেন তিনি একজন ধর্মপ্রান মুসলমান ,নামাজ পড়েন। কেন তাকে নাস্তিক বলবেন?

৩.

ঠাকুর ঘরে কে রে ?

আমি কলা খাইনা ।

রোববার অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে গণজাগরণ মঞ্চ গুটিয়ে নেয়ার পক্ষে মত দেন বেশির ভাগ সদস্য । প্রধানমন্ত্রী বলেন আমি তো জানি, কারা ওদের বক্তৃতা-বিবৃতি লিখে দেয়।

নূহ-উল আলম লেনিন বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ- আমি নাকি গণজাগরণ মঞ্চের বক্তৃতা লিখে দেই। এটা সত্য নয়।

তখন পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী মজা করেই বলেন, নিজের ওপর নিচ্ছেন কেন?

সুত্র: সংগ্রহ

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File