সেনাবাহিনীকে দায়িত্ব পালন করার গ্রিন সিগনাল ।

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ২৪ মার্চ, ২০১৩, ০২:৫৬:৪৪ দুপুর



সেনাবাহিনী যথাসময়ে দায়িত্ব পালন করবে -খালেদা জিয়া

সেনাবাহিনী বগুড়ার রাস্তায় নামলেও গুলি না করার কারণে তাদের ধন্যবাদ।

তারা শান্তি রক্ষায় সারা বিশ্বে কাজ করেন। কিন্তু দেশে শান্তি নেই। তাহলে কিভাবে তারা বিদেশে শান্তি রক্ষায় ক্জা করবেন।

তাতে আমাদের চিন্তার বিষয় রয়েছে। তবে তারা দেশের শান্তি রক্ষায় যথাসময়ে দায়িত্ব পালন করবে।

এই সরকার বিরোধী দলের নেতাকর্মীদের এমনভাবে জেলখানায় ভরছে সেখানে আর জায়গা নেই।

রাজনীতিবিদদের ডান্ডবেড়ি পরিয়ে আদালতে হাজির করছে।

এই সরকারের নেতাকর্মীদেরও ডান্ডাবেড়ি পরতে হবে। তাদেরকে পরতেই হবে।

প্রেসিডেন্টের মৃত্যুতে আমরা শোক পালন করেছি। কিন্তু সরকার শোক পালন করেনি।

শোক দিবসে ছুটি দিতে হয়। এটা সরকার জানে না। অর্ধদিবস কাজ করার পর ছুটি দিয়েছে। তাহলে কিসের সরকার।

তারা শোক দিবসে আমাদের দলের নেতাকর্মীকে হত্যা করেছে।

এতদিন বলেছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা।

এখন বলছি এই সরকারকে পদত্যাগ করতেই হবে। বিদায় নিতেই হবে।

সুত্র: বগুড়া শহরের মাটিডালি বিমান মোড়ের শোকসমাবেশ ।

Click this link

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File