ভ্রমণ
লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫১:৫৬ সকাল
Every action has a reaction
প্লেইনে উঠার আগে সিকুরিটি চেক করতে হয়। একবার একজন জুতার মধ্যে বোম বানানোর পাউডার- কেমিকেল দিয়ে প্লেন আকাশে জ্বালাইয়া দিতে চেয়েছিল কিন্তু পারে নাই। সেই থেকে জুতাও সিকুরিটি চেকের আওতায় আসে। আল কায়িদার একসনের এর রি-একসনের ভুক্ত ভুগী হলো সাধারণ মানুষ।
জেনেভা ভ্রমণ, লন্ডন সিটি এয়ারপোর্ট থেকে প্লেনে যাবো। সিকুরিটি চেক, হ্যান্ড ব্যাগ, মোবাইল ফোন ও পেন্টের পকেটে যা কিছু আছে সব বাস্কেটে রেখে পেন্টের বেল্ট খুলে রেখে, পায়ের জুতা যখন খুলছিলাম তখন সিকুরিটি কর্মী বললেন, জুতা খুলতে হবে না। আমি বললাম, আমি জুতা খুলবো, আমার জুতার মধ্যে মেটেল আছে। জুতা নিয়ে গেলে মেটাল ডিটেক্টরে, পি পি সাউন্ড করবে, তার পর ওই মেটেল এক্সরে মিসিনে ডুকতে হবে। জুতাটাও স্ক্যানিং মিসিনের বাস্কেটে রেখে সিকুরিটি গেইটের ওপর পাশে গেলাম।
আরেক-বার গেট উইক এয়ারপোর্টে আমাদের সংগে বেবি খাবার ছিল, আমাদেরকে সিকুরিটি কর্মীদের সামনে বেবি খাবার খেয়ে প্রমান করতে হয়েছে এটা আসলেই শিশুদের খাবার, বোম বানানোর কোন উপাদান নয়।
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার পনডস এর লোশনটি ফেলে দিতে হয়েছিলো । আহ্ টাকাটা পুরই ডাস্টবিনে।
ভুলটি অবশ্য আমার। কেননা আমি লাগেজে দিতে ভুলে গিয়েছিলাম।
মন্তব্য করতে লগইন করুন