ভ্রমণ

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫১:৫৬ সকাল



Every action has a reaction

প্লেইনে উঠার আগে সিকুরিটি চেক করতে হয়। একবার একজন জুতার মধ্যে বোম বানানোর পাউডার- কেমিকেল দিয়ে প্লেন আকাশে জ্বালাইয়া দিতে চেয়েছিল কিন্তু পারে নাই। সেই থেকে জুতাও সিকুরিটি চেকের আওতায় আসে। আল কায়িদার একসনের এর রি-একসনের ভুক্ত ভুগী হলো সাধারণ মানুষ।

জেনেভা ভ্রমণ, লন্ডন সিটি এয়ারপোর্ট থেকে প্লেনে যাবো। সিকুরিটি চেক, হ্যান্ড ব্যাগ, মোবাইল ফোন ও পেন্টের পকেটে যা কিছু আছে সব বাস্কেটে রেখে পেন্টের বেল্ট খুলে রেখে, পায়ের জুতা যখন খুলছিলাম তখন সিকুরিটি কর্মী বললেন, জুতা খুলতে হবে না। আমি বললাম, আমি জুতা খুলবো, আমার জুতার মধ্যে মেটেল আছে। জুতা নিয়ে গেলে মেটাল ডিটেক্টরে, পি পি সাউন্ড করবে, তার পর ওই মেটেল এক্সরে মিসিনে ডুকতে হবে। জুতাটাও স্ক্যানিং মিসিনের বাস্কেটে রেখে সিকুরিটি গেইটের ওপর পাশে গেলাম।

আরেক-বার গেট উইক এয়ারপোর্টে আমাদের সংগে বেবি খাবার ছিল, আমাদেরকে সিকুরিটি কর্মীদের সামনে বেবি খাবার খেয়ে প্রমান করতে হয়েছে এটা আসলেই শিশুদের খাবার, বোম বানানোর কোন উপাদান নয়।

বিষয়: বিবিধ

১৩৭৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342607
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:২১
অপরিচিত লিখেছেন : ব্লেট খোলা বড়ই যন্ত্রনা দায়ক। পিছনে সিরিয়াল; এর মাঝে বেল্ট খুলে চেক করিয়ে আবার বেল্ট পড়ে নিজের জিনিসপত্র গুছাতে গুছাতে পিছনের জন এসে ধাক্কালাগে।
আমার পনডস এর লোশনটি ফেলে দিতে হয়েছিলো । আহ্ টাকাটা পুরই ডাস্টবিনে।
ভুলটি অবশ্য আমার। কেননা আমি লাগেজে দিতে ভুলে গিয়েছিলাম।
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৪৯
283955
এম আয়ান মিয়া লিখেছেন : আমাকেও একবার বড় লোশনের বোতল ফেলে দিতে হয়েছিলো। একবার,loose প্যান্ট ছিল, ব্যালট খুলার পর নিচের দিকে পড়ে যায় যায় অবস্তা হয়েছিল। ধন্যবাদ
342616
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:২৯
দ্য স্লেভ লিখেছেন : সেদিন আমার সেভিং জেলটাও গেল Happy কিন্তু আপনার কাহিনী শুরু না হতে শেষ হল কেন বুঝলাম না
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২১
283960
অপরিচিত লিখেছেন : আপনি শেভ করেন? দাড়ি রাখা কি আপনার প্রতিকূল।
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৪
284036
এম আয়ান মিয়া লিখেছেন : শেষ থেকে আবার শুরু করবো, ইনশাল্লাহ। ধন্যবাদ
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৪
284060
দ্য স্লেভ লিখেছেন : ছবিতেই তো দেখা যাচ্ছে শেভ করা। তবে রাখব ইনশাআল্লাহ Happy । দাড়ীধারীদেরকে পছন্দ করি Happy
342640
২০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শ্রিঘ্রই সব খুলে খালি হাতে ভ্রমন এর আইন জারি হতে পারে!!
342652
২০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩৫
আবু জান্নাত লিখেছেন : যাগগে আমি প্যান্টই পরি না। পায়জামা বা লুঙ্গি পরিয়েই সফর করি। ১০০% ঝামেলা মুক্ত।
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৩৬
284089
এম আয়ান মিয়া লিখেছেন : মক্কাতে গিয়ে পায়জামা পরা শিখেছি। তুপের সংগে পায়জামা পরতে খুব ভালো লাগে। ধন্যবাদ
342670
২০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৬
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২৮
284088
এম আয়ান মিয়া লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File