হাকিমের হুকুম- আল্লামার ফুতুয়া - বিষয় মিথ্যা

লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ১৬ জানুয়ারি, ২০১৫, ০১:১৭:৫২ দুপুর

উনি যেই সেই লোক নন । বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও দেশের বৃহত্তম ঐতিহাসিক ঈদগাহ মাঠ শোলাকিয়ার ইমাম । নামের আগে লিখা হয় ' আল্লামা' । শাহবাগের গণজাগরণ মঞ্চে যোগদানের পর মাওলানা থেকে প্রমোশন পেয়ে আল্লামা হয়েছেন। একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে ফতুয়া দিলেন তুহিন মালিক ইসলামের দুশমন । ডক্টর তুহিন তুরাগ পাড়ের বিশ্ব ইজতেমাকে ‘পিকনিক’ বলে যে ধৃষ্টতা দেখিয়েছে তা ক্ষমার অযোগ্য।’ link

এত বড় ইমাম সাহেবের একবারও মনে হয় নি যে খবরটা সত্য না মিথ্যা তা যাচাই করে নেয়া উচিত ।

“একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য একটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তা-ই প্রচার করে বেড়ায়।” সহীহ মুসলিম, আবু দাউদ

ময়মনসিংহের বিচারিক আদালতের হামিক সাহেব তো আরও একদাপ এগিয়ে তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জরি করেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক ও ধর্মমন্ত্রীর ভাই মমতাজ উদ্দিন ময়মনসিংহের বিচারিক আদালতে ড. তুহিন মালিকের বিরুদ্ধে আজ ধর্ম অবমাননার মামলা করেন। বিচারিক আদালতের হামিক আহসান হাবীব আইনজীবী তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জরি করেন। link

ড. তুহিন মালিকের বক্তব্য: ৫ই জানুয়ারি ২০১৫ রাতের বেলায় একুশে টেলিভিশনের একটি টকশোতে অংশ নিয়ে তাবলীগ জামাত ও ইজতেমা নিয়ে বিরূপ মন্তব্য করেছি। এই মিথ্যা সংবাদের ভিত্তিতে দায়েরকৃত মামলায় ময়মনসিংহের একটি আদালত এমনকি আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে জেনেছি। অথচ বাস্তবতা হলো, গত ৯ই ডিসেম্বর ২০১৪ থেকে অদ্যাবধি আমি দেশের বাইরে অবস্থান করছি, যে কারণে ৫ই জানুয়ারি একুশে টেলিভিশনের টকশোতে অংশ নেয়ার তথ্য কেবল বানোয়াট বা ভিত্তিহীনই নয়, রীতিমতো উদ্ভটও বটে। প্রকৃতপক্ষে বিগত তিন মাসেরও বেশি সময় ধরে আমি একুশে টেলিভিশনের কোন টকশোতে অংশগ্রহণ করিনি – link

আমাদের দেশের অবস্থা এমন কেন হলো ! হাকিমরা প্রমাণ ছাড়াই হুকুম করেন আল্লামারা না জেনে ফুতুয়া দেন !

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300398
১৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪০
আবরণ লিখেছেন : বাংলাদেশ আজ "হবু রাজার গবু মন্ত্রীর" দেশে পরিনত হয়েছে।এ দেশে সবই ভাড়া পাওয়া যায়। পোষ্টটিতে উল্লেখিত 'মওলানা'সেই মওলানা যিনি ফতোয়া দিয়েছিলেন "ইসলামী ব্যংকে টাকা রাখা হারাম"। পরে দেখা গেল উনি নিজেই ইসলামী ব্যংকের একজন একাউন্ট হোল্ডার। এখন বুঝুন উনি কেমন মওলানা। অন্য ভাড়াটেদের কথা নাইবা বল্লাম। কথা বললেই মামলা হামলা হয়ে যেতে পারে। যে দেশে এমপি/মন্ত্রী, আইজিপি,বিজিপি মহাপরিচালক একই ভাষায় কথা বলেন সে দেশকে 'হবু রাজার গবু' মন্ত্রীর দেশ ছাড়া কিইবা বলা যায়। লেখার জন্য ধন্যবাদ।
১৮ জানুয়ারি ২০১৫ সকাল ১০:১৭
243256
এম আয়ান মিয়া লিখেছেন : আপনি ঠিক বলেছেন - এই লিঙ্কটাই [ http://goo.gl/VkYJNx ] তার প্রমাণ । ধন্যবাদ
300406
১৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : কি লিখব? আর কিসের অবমাননা হবে কে জানে? তবে এ ধরনের ফতোয়া ইসলামের অবমাননা না করলেও মুফতিদের অবমাননা নিঃসন্দেহে করে।
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৬:২৯
257888
এম আয়ান মিয়া লিখেছেন : ধন্যবাদ।
300434
১৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
তায়িফ লিখেছেন : তাবলিক জামাত শুধুমাত্র একটি দাওয়াতি সংঘঠন, যেমন জামাত, জমিয়ত রাজনৈতিক সংঘঠন, হেফাজত সামাজিক সংঘঠন। তাই তাবলিগকে কটুক্তি করলে ধর্ম অবমাননা হয় কি করে?
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৬:২৯
257889
এম আয়ান মিয়া লিখেছেন : ধন্যবাদ ।
300438
১৬ জানুয়ারি ২০১৫ রাত ০৯:২৭
মনসুর লিখেছেন : মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৬:২৯
257890
এম আয়ান মিয়া লিখেছেন : ধন্যবাদ ।
300441
১৬ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোনটা বরাক বাঁশ আর কোনটা মুলি বাঁশ সেই খবর নেওয়ার সময় পাবেনা আর।
২৫ এপ্রিল ২০১৫ সকাল ০৬:২৯
257891
এম আয়ান মিয়া লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File